ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ: শীর্ষ ১০ রান সংগ্রহকারীর তালিকায় বাংলাদেশের আধিপত্য


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২৫, ২০১৯, ০৫:৫০ পিএম আপডেট: জুন ২৫, ২০১৯, ১১:২০ পিএম
বিশ্বকাপ: শীর্ষ ১০ রান সংগ্রহকারীর তালিকায় বাংলাদেশের আধিপত্য

আর ১৬ ম্যাচ পরেই পর্দা নামবে দ্বাদশ বিশ্বকাপের। আসরে এখন পর্যন্ত ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।  আজ চলছে ৩২ তম ম্যাচ। লড়ছে দুই চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। মূলত এই মুহূর্তে চলছে শেষ চার নিশ্চিতের লড়াই। ইতোমধ্যে একটি দল (নিউজিল্যান্ড) সেমি নিশ্চিত করেছে। বাদবাকি ঝুলে আছে তিনটি দল। এ তালিকায় রয়েছে বাংলাদেশও।

সোমবার আফগানিস্তানকে ৬২ রানে হারিয়ে শেষ চারের স্বপ্ন টিকিয়ে রেখেছে বাংলাদেশ। দলটির পরবর্তী দুটি ম্যাচ ভারত-পাকিস্তানের বিপক্ষে। যাতে জিতলেই মিলতে পারে শেষ চারের টিকিট।

বলে রাখা ভালো যে, দ্বাদশ বিশ্বকাপে বাংলাদেশকে এ পর্যায়ে নিয়ে আসতে সবচেয়ে বড় অবদান যাদের তাদের অন্যতম সাকিব-মুশফিকুর রহিম। আর এই দুইজনই রয়েছেন শীর্ষ রান সংগ্রহকারীর তালিকায়।
 
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৬ ম্যাচে অংশ নিয়ে তিনটি অর্ধশত ও দুটি শতকের গুণে ৪৭৬ রান করেছেন সাকিব। যাতে ৪৮টি চার এবং দুটি ছক্কা হাঁকান তিনি। তার গড় ৯৫.২। সর্বোচ্চ রানের ইনিংস অপরাজিত ১২৪*। যার দারুণে চলতি আসরে রান সংগ্রহকারীদের তালিকায় তৃতীয়তে তার নাম। 

সাকিবের আগের স্থানটি ওয়ার্নারের। অজি ওপেনার সাতটি ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ৫০০ রান। ওয়ার্নারের রয়েছে দুটি অর্ধশতক এবং তিনটি অর্ধশতক। তালিকায় দ্বিতীয়তে থাকা স্বদেশি ফিঞ্চের সংগ্রহ ৪৯৬। অজি অধিনায়ক দুইটি সেঞ্চুরি এবং তিনটি অর্ধশতক হাঁকিয়েছেন। তালিকায় তৃতীয়তে ইংল্যান্ড ব্যাটসম্যান জো রুট। তার সংগ্রহ ৪৩২। হাঁকিয়েছেন দুইটি সেঞ্চুরি এবং তিনটি অর্ধশতক।

এর পরের স্থানটি (৪র্থ) নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের। কেনের সংগ্রহ ৩৭৩। কেনের পরে আছেন বাংলাদেশি মুশফিক। জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান ১ সেঞ্চুরি এবং দুই অর্ধশতকে তুলেছেন ৩২৭ রান।

মুশফিকের পরের স্থান রোহিত শর্মা (৩২০), বেন স্টোকস (২৯১) ও স্মিথ (২৮২)।

 

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ