ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অবসর নিয়ে কথা বললেন মাশরাফি


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১৮, ২০১৯, ০৪:৩১ পিএম আপডেট: জুন ১৮, ২০১৯, ০৫:১৬ পিএম
অবসর নিয়ে কথা বললেন মাশরাফি

ছবি-ইন্টারনেট

দ্বাদশ বিশ্বকাপ যাত্রায় পাঁচ ম্যাচে বাংলাদেশের জয় এসেছে দুটি। বাকি তিনটির একটি পরিত্যক্ত এবং দুটিতে হার। সবমিলিয়ে পয়েন্ট টেবিলে টাইগারদের অবস্থান পঞ্চমে।

ইংল্যান্ডের বিপক্ষে বাজে ফর্ম বাদে আসরে বাংলাদেশের পথ চলাটা মোটেও মন্দ নয়। কিন্তু তারপরও মাশরাফির ক্যাপ্টেন্সি নিয়ে নিন্দুকদের নিন্দা ছড়াছড়ি সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে বলাবলি, ‘এখনই অবসর নেওয়া উচিত মাশরাফির। সে দলের জন্য বোঝা।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন মাশরাফিকে নিয়ে এমন হাজারো কটু কথা। নিশ্চয় তা দৃষ্টির আড়ালে নয় তার। সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অসাধারণ জয় শেষে এসব নিয়ে কথা বলতে দেখা যায় জাতীয় দলের ক্যাপ্টেনকে। বলেন পারফর্ম দিয়ে সব সমালোচনার জবাব দিতে চান তিনি, ‘এটা স্বাভাবিকভাবে দেখা উচিত। বিশেষ করে এটা খেলোয়াড়দের সাথে ঘটে থাকে। হেরে যাওয়া দুইটা ম্যাচের একটিতে জিতলে সবকিছু স্বাভাবিক থাকতো।’

বিশ্বকাপের পর অবসর নিবেন মাশরাফি। ইতোমধ্যে সর্বোত্র ছড়িয়ে গেছে বিষয়টি। অথচ মাশরাফি বলেন, ‘আমি কখনো বলিনি যে বিশ্বকাপের পর ক্যারিয়ারের ইতি টানবো। আমি বলেছি এটি আমার শেষ বিশ্বকাপ। তাছাড়া বিশ্বকাপের মধ্যে এসব বিষয় এড়িয়ে চলাই উত্তম। তাই এসব নিয়ে কথা বলতে ইচ্ছুক নই আমি।’

মাশরাফি নেতৃত্বে বাংলাদেশ খেলছে ছয় বছর। তা নিয়ে  কতটা সেটিস্পাই ক্যাপ্টেন ফ্যান্টাসি? ‘সেটিসফেকশন ম্যান টু ম্যান ভেরি করে। আর আমি সেটিফিকশন কখনই ডিভাগ করিনি। আমার ক্যারিয়ারে আমি কখনো হার মেনে নিইনি। কারণ হার মেনে নেওয়াটা খারাপ। তাছাড়া আমি এই টিমকে নিয়ে কখনো খারাপ স্বপ্ন দেখিনি। সত্যিকার অর্থে চাওয়া পাওয়াটুকু বড় রাখতে হবে।’ যোগ করেন তিনি।-তথ্যসূত্র সময়টিভি

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ