ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে সব সুবিধা পাচ্ছে ভারত: সরফরাজ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: জুন ১২, ২০১৯, ০৬:৪০ পিএম আপডেট: জুন ১২, ২০১৯, ০৬:৪৩ পিএম
বিশ্বকাপে সব সুবিধা পাচ্ছে ভারত: সরফরাজ

ট্রেন্ট ব্রিজে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৫ রানে গুটিয়ে গিয়েছিল পাকিস্তান। ওখানকার উইকেট এমনিতে পেসবান্ধব। যেখান থেকে ওশানে থমাস, শেলডন কটরেল, আন্দ্রে রাসেলরা পুরো ফায়দা লুটে নেয়। আবার একই মাঠে ইংল্যান্ডের বিপক্ষে প্রায় সাড়ে তিনশ স্কোর গড়ে পরের ম্যাচটা জিতেছে পাকিস্তান।

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ম্যাচটা তো বৃষ্টিতেই ভেসে গেল। আর আজ টন্টনের কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে পাকিস্তান। যেখানে পাকিস্তানি বোলারদের বেশ ভুগতে দেখা যাচ্ছে। সংবাদমাধ্যম জানিয়েছে, টন্টনের উইকেট নিয়েও সন্তুষ্ট নন সরফরাজ।

সরফরাজের দাবি, উইকেট নিয়ে ভারতই বেশি সুবিধা পাচ্ছে। ব্যাটিংবান্ধব এবং তাদের স্পিনারদের জন্য উপযোগী উইকেট পাচ্ছে বিরাট কোহলির দল। কিন্তু পাকিস্তানকে খেলতে হচ্ছে ঘাসের ও বাউন্সি উইকেটে—যেখানে পেসারদের সুবিধা বেশি। সরফরাজ এ নিয়ে আইসিসির প্রতি বেশ বিরক্ত, জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জং’।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চার পেসার নিয়ে খেলছে পাকিস্তান। যদিও দলটির কোনো পেসারই এখনো নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারেননি। টন্টনের উইকেট পেসবান্ধব বলেই টস জিতে বোলিং নিয়েছেন সরফরাজ। তবে ম্যাচের আগে টন্টনের উইকেট দেখে খুশি হতে পারেননি পাকিস্তান অধিনায়ক।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিও নিউজ’কে সরফরাজের অসন্তোষের কথা জানিয়েছেন তার-ই ঘনিষ্ঠ এক সূত্র, ‘ভারত কেন সব সময় ব্যাটিংবান্ধব ও তাদের স্পিনারদের উপযোগী উইকেট পায়, তা ভাবছেন সরফরাজ। এ ধরনের উইকেট এশিয়ান দলের জন্য উপযোগী। অথচ পাকিস্তানকে আইসিসির টুর্নামেন্টে সব সময় তার চেয়েও চ্যালেঞ্জিং উইকেটে খেলতে হয়, যেমন টন্টনের।’

টন্টনে এই প্রথমবারের মতো ওয়ানডে খেলছে পাকিস্তান। পাকিস্তানের বোলিং কোচ আজহার মাহমুদ ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলেছেন অনেক দিন। তার মতে, ইংলিশ কাউন্টি ক্রিকেটে ওয়ানডে সংস্করণে এমন উইকেটই সাধারণত ব্যাটিংবান্ধব হয়ে থাকে। তবে ম্যাচের দিন উইকেটের আচরণ পাল্টে যেতে পারেও বলে মনে করেন পাকিস্তানের সাবেক এ অলরাউন্ডার।

গোনিউজ২৪/এম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ