ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পরের ম্যাচেই খেলছেন সাকিব


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: জুন ১২, ২০১৯, ০৫:৩২ পিএম আপডেট: জুন ১২, ২০১৯, ০৫:৩৪ পিএম
পরের ম্যাচেই খেলছেন সাকিব

মঙ্গলবার ব্রিস্টলে শ্রীলঙ্কার বিপক্ষে পরিত্যক্ত ম্যাচে দলের সঙ্গে মাঠে এসেছিলেন সাকিব। বেশ হাসিখুশিই দেখা গেছে তাকে। ম্যাচ হলে মাঠে নামতেন কি না সেটি অবশ্য নিশ্চিত হওয়া যায়নি। ইনজুরির কারণে ম্যাচের আগে থেকেই সাকিবের খেলা নিয়ে ছিল ধোঁয়াশা।

শেষ পর্যন্ত সাকিবের বিষয়টি ধোঁয়াশার মধ্যেই রেখে দিয়েছে বৃষ্টি। তবে পরের ম্যাচে তার খেলা নিয়ে কোনো অশ্চিয়তা নেই। টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলের সেরা পারফরমারকে পাবে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজে বিপক্ষে বাংলাদেশের ম্যাচের আগে সময় আছে আরও ৫ দিন। সংবাদ সম্মেলনে কোচ স্টিভ রোডস জানালেন, পরের ম্যাচে সাকিবকে পেতে আশাবাদী দল।

ম্যানেজার খালেদ মাহমুদ পরে জানালেন, নতুন করে কিছু না হলে সাকিব পরের ম্যাচ খেলবেন নিশ্চিতভাবেই। ওকে নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। পরের ম্যাচে নিশ্চিতভাবেই খেলবে। আগামী বুধ ও বৃহস্পতিবার এমনিতেও সূচিতে দলের কোনো অনুশীলন নেই।

শুক্রবারও অনুশীলন ঐচ্ছিক। কাজেই ওকে আলাদা করে বিশ্রাম দেওয়ারও প্রয়োজন নেই। আমাদের ধারণা, ম্যাচের আগে পুরোপুরি অনুশীলন করে ম্যাচে নামতে পারবে সাকিব।

ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে সেঞ্চুরির পথে বাঁ ঊরুতে টান লাগে সাকিবের। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগের দিন ব্যথা বেড়ে যাওয়ায় স্ক্যান করানো হয় তার। তাতে গুরুতর কিছু ধরা পড়েনি, ধারণা করা হচ্ছে এটি গ্রেড ওয়ান স্ট্রেইন। বিশ্রামেই এটি ঠিক হয়ে যাওয়ার কথা।

গোনিউজ২৪/এম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ