ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রিজার্ভ ডে না থাকার কারণ জানাল আইসিসি


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১২, ২০১৯, ০৩:৩৫ পিএম আপডেট: জুন ১২, ২০১৯, ০৩:৩৮ পিএম
রিজার্ভ ডে না থাকার কারণ জানাল আইসিসি

বৃষ্টির মৌসুমে চলছে দ্বাদশ বিশ্বকাপ। অথচ সেমি ও ফাইনাল ছাড়া রিজার্ভ ডে’র ব্যবস্থা রাখেনি আইসিসি। যা নিয়ে ক্ষুব্ধ ক্রিকেট মহল। ইতোমধ্যে এই রিজার্ভ ডে ইস্যুতে একটি লজ্জার রেকর্ডও সৃষ্টি হয়েছে। হিসাব বলছে, এ নিয়ে বিশ্বকাপে ১৬ ম্যাচের তিনটি বৃষ্টিতে ভেসে গেছে। যা ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। এর আগে দুটি বিশ্বকাপে দুই ম্যাচ করে পরিত্যক্ত হয়।

আর এ বৃষ্টি নিয়ে বাংলাদেশ কোচ তো অলরেডি বলেই দিয়েছেন, ‘আমরা চাঁদে লোক পাঠাতে পারি, কেন রিজার্ভ ডে রাখতে পারি না, যখন টুর্নামেন্টটা এত লম্বা। অনেকে আবার এক লাইন এগিয়ে বলেছেন, এটি বৃষ্টি বিশ্বকাপ।

সে আর যাই হোক, বৃষ্টির মৌসুমেও রিজার্ভ ডে না রাখার পেছনে যুক্তি দেখিয়েছে আইসিসি। জানিয়েছেন, দ্বাদশ বিশ্বকাপে রির্জাভ ডে না রাখার কারণ। বুধবার এক বিবৃতিতে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন জানিয়েছেন, ‘প্রতিটি ম্যাচের জন্য রিজার্ভ ডে এর ব্যবস্থা করতে হলে টুর্নামেন্টের দৈর্ঘ্য অনেক বেড়ে যাবে। তখন পুরো টুর্নামেন্টটা সুষ্ঠুভাবে আয়োজন করা এক রকম অসম্ভব হয়ে দাঁড়াবে। পিচ প্রস্তুত করা, দলগুলোর যাত্রার সময়সূচি ও বিশ্রামের রুটিন, থাকার জায়গা, ভেন্যু ঠিক দিনে পাওয়া যাবে কি না, স্বেচ্ছাসেবক ও ম্যাচ অফিশিয়ালদের প্রাপ্যতা ও উপস্থিতি, সরাসরি সম্প্রচারে সমস্যা হবে কি না এসব কিছুর ওপর প্রভাব পড়বে তখন।’

তিনি আরো যোগ করেন, ‘একটা ম্যাচ যখন আয়োজন হয়, তখন ১ হাজার ২০০ জনের মতো মানুষ সংশ্লিষ্ট থাকে। দেশের বিভিন্ন জায়গায় তাদের যাতায়াত করতে হয়। রিজার্ভ ডে তে ম্যাচ রাখা মানে আরও বেশি মানুষকে সম্পূর্ণ প্রক্রিয়ায় নিয়োজিত করা। তবে নকআউট পর্বে ম্যাচগুলোর জন্য রিজার্ভ ডে রয়েছে।’

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ