ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বোর্ডকে শাহজাদের হুমকি-ধামকি


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১২, ২০১৯, ০৯:০৪ এএম
বোর্ডকে শাহজাদের হুমকি-ধামকি

ইনজুরি দেখিয়ে দ্বাদশ বিশ্বকাপ থেকে সরিয়ে নেওয়া হয় আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদকে। যা পরবর্তিতে তার বক্তব্যে জানতে পারে ক্রিকেট বিশ্ব। 

বিশ্বকাপে আপগানিস্তানের দ্বিতীয় ম্যাচ শেষে জানানো হয় গোড়ালির ইনজুরির কারণে দেশে ফিরে যাচ্ছেন শাহজাদ। যদিও এ নিয়ে ইংল্যান্ড ছাড়ার আগে থলের বিড়াল ফাঁস করেন স্বয়ং আফগান ক্রিকেটার। জানান, অনিচ্ছা সত্ত্বেও তাকে বাদ দিয়েছে বোর্ড। এরপর দেশে ফিরে দেন হুমকি, ‘বোর্ড তাকে এভাবে উপেক্ষা করলে ক্রিকেটকেই বিদায় বলবেন।’

শাহজাদের দাবি, তিনি ইংল্যান্ডে চিকিৎসকের পরামর্শ নেওয়ার সময় চিকিৎসক তাকে খেলা থেকে বিরতি নেওয়ার জন্য বলেননি। তিনি বলেন, ‘আমি নিজেকে আর মাঠে দেখছি না। যদি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কোনো সমস্যা থাকত তারা আমাকে জানাতে পারত। আমি লন্ডনে এক ডাক্তারকে দেখিয়েছিলাম। তিনি বলেছিলেন, দু-তিন দিন বিশ্রাম নিলেই আমি খেলতে পারব।’

শাহজাদ খেলতে পারেননি ২০১৫ সালে আফগানিস্তানের অংশ নেওয়া প্রথম বিশ্বকাপেও। এবার যখন তিনি দলকে সাফল্য এনে দেওয়ার স্বপ্নে বিভোর ছিলেন, তখন হাঁটুর চোটকে কারণ দেখিয়ে দল থেকে বের করে দেওয়া হয়েছে বলেই দাবি। সবকিছু মিলিয়ে ক্রিকেট খেলার প্রতি আগ্রহই যেন হারিয়ে ফেলেছেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার।

শাহজাদ বলেন, ‘আমাকে ২০১৫ বিশ্বকাপেও দল থেকে বাদ দেওয়া হয়েছিল, এইবারও একই অবস্থা। আমি এ ব্যাপারে আমার বন্ধু এবং পরিবারের সঙ্গে কথা বলছি। আমার ক্রিকেট খেলার প্রতি আর সেরকম আগ্রহ নেই। তারা যদি আমাকে খেলাতে না চায়, আমি ক্রিকেটই ছেড়ে দেব।’

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ