ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কঠিন সমীকরণের মুখে বাংলাদেশ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১১, ২০১৯, ১০:২০ পিএম
কঠিন সমীকরণের মুখে বাংলাদেশ

ব্রিস্টলে আজ বৃষ্টির জয় হয়েছে। আপতদৃষ্টিতে পরাজয় হয়েছে বাংলাদেশের। কারণ দ্বাদশ বিশ্বকাপের শেষ চার নিশ্চিতকরণে শ্রীলঙ্কার বিপক্ষে আজ জয় ছাড়া বিকল্প ছিল না মাশরাফিদের। ম্যাচটি বড় নিয়ামক হয়ে ধরা দিয়েছিল মাশরাফিদের হাতে। কিন্তু দুষ্ট বৃষ্টির বাধায় তাতেই বাংলাদেশের ভরাডুবি হয়। এখন শঙ্কা দেখা দিয়েছে আদৌ শেষ চার নিশ্চিত হবে কিনা মাশরাফি বাহিনীর।

মঙ্গলবারের ম্যাচে মাশরাফি দল মাঠে না নেমেও এক পয়েন্ট পেয়েছে। আরেক পয়েন্ট গেল শ্রীলঙ্কার ঝুলিতে। স্বভাবতই উপকৃত হলো লঙ্কনরা। এতে কঠিন সমীকরণের মুখে পড়লো মাশরাফি-সাকিবরা।

শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু হলেও পরের দুই ম্যাচে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই করে তরী ডুবালেও তৃতীয়টিতে কূলের দেখা পায়নি তারা। ফলে ৩ ম্যাচ খেলে মাশরাফি-সাকিবদের সংগ্রহ দাঁড়ায় ২ পয়েন্ট। আর আজ শ্রীলঙ্কার বিপক্ষে এক। সবমিলিয়ে তিন পয়েন্ট মাশরাফিদের ভাগে। 

এদিকে আমরা জানি. বিশ্বকাপের প্রতিটি ম্যাচের জন্য নির্ধারিত আছে ২ পয়েন্ট। সেই হিসাবে সব মিলিয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট দাঁড়ালো ৩। ফলে সেমিফাইনালের দৌড়ে কঠিন পরীক্ষার মুখে পড়তে হলো লাল-সবুজ জার্সিধারীদের। আজকের ম্যাচটি বাতিল হওয়ায় বাকি ম্যাচগুলো হয়ে গেল প্রায় নকআউটের সমান। এখন হাতে থাকা ৫ ম্যাচের মধ্যে অন্তত ৪টিতে জিততে হবে মাশরাফিদের। এর ব্যত্যয় ঘটলে সেমিতে খেলার স্বপ্ন প্রায় শেষ হয়ে যাবে মাশরাফি বাহিনীর। এছাড়া চোখ রাখতে হবে বাকি দলগুলোর ম্যাচের ফলাফলের ওপরেও। এক্ষেত্রে নেট রান রেটও বড় ভূমিকা পালন করবে।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ