ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার জিতলেন ফ্রেঞ্চ ওপেনের শিরোপা


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: জুন ৯, ২০১৯, ১২:৩৩ পিএম আপডেট: জুন ৯, ২০১৯, ১২:৩৬ পিএম
অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার জিতলেন ফ্রেঞ্চ ওপেনের শিরোপা

ফ্রেঞ্চ ওপেনে নারী এককের ফাইনালে চেক রিপাবলিকের মারকেতা ভন্দ্রোশোভাকে সরাসরি সেটে হারিয়ে শিরোপা জিতলেন অস্ট্রেলিয়ার অ্যাশলি বার্টি। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে এই দুজনের সামনেই ছিল প্রথম গ্র্যান্ডস্ল্যাম জয়ের হাতছানি। তবে রোঁলা গাঁরোয় লড়াই জমেনি। ভন্দ্রওশোভাকে ৬-১, ৬-৩ সেটে হারিয়ে দেন বার্টি।

বার্টির সুবাদে অস্ট্রেলিয়ানদের গ্র্যান্ড স্লামের জন্য প্রায় ৮ বছরের অপেক্ষা ঘুচল। মাত্র এক ঘণ্টা দশ মিনিটেই সরাসরি সেটে ভনদ্রুসোভাকে উড়িয়ে দিয়ে নিজের প্রথম গ্র্যান্ড স্লাম জয় করেছেন বার্টি। অথচ মাঝে বেশ কিছু দিনের জন্য নিজেকে টেনিস থেকে দূরে সরিয়ে রেখেছিলেন বার্টি।

একসময় ক্রিকেট ব্যাট হাতেও মাঠ মাতিয়েছেন বার্টি। পেশাদার টেনিসের চাপ আর র‍্যাঙ্কিংয়ে ক্রমাবনতিতে বিমর্ষ হয়ে ২০১৪ সালের ইউএস ওপেনের পর টেনিস থেকে নির্বাসনে যান। আর এই ফাঁকে বহুমুখী প্রতিভার অধিকারী বার্টি ক্রিকেট খেলেছেন। শুধু তাই নয়, মেয়েদের বিগ ব্যাশে ব্রিসবেন হিটের হয়ে অংশ নিয়ে ৯টি প্রতিযোগিতামূলক ম্যাচও খেলেছেন।

তাতে তেমন আহামরি পারফরমেন্স না দেখাতে পারলেও ক্রিকেটের প্রতি তার ভালো লাগা কমেনি। তাই তো যুক্তরাষ্ট্রের আনিসিমোভাকে সেমিফাইনালে হারিয়ে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠার আনন্দ উদ্‌যাপন বাদ দিয়ে আগে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া ম্যাচের খোঁজ নিয়েছিলেন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে জানিয়েছিলেন সেই কথা।

ক্রিকেট ছেড়ে ২০১৬ সালে টেনিসে প্রত্যাবর্তনের পর থেকেই দারুণ পারফরমেন্স দেখিয়ে যাচ্ছেন। এ বছর ধারাবাহিকতার পরিচয় দিয়ে নিজেকে নিয়ে এসেছিলেন নারী এককের র‍্যাঙ্কিংয়ের সেরা দশের মাঝে। আর ফ্রেঞ্চ ওপেন জয়ের সুবাদে আগামী সোমবার নিজেকে র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে দেখতে পাবেন অ্যাশলি বার্টি।

গোনিউজ২৪/এম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ