ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কেইনের সঙ্গে কোহলির সেলফি, অভিষেকের বড়সড় খোঁচা


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: মে ২৫, ২০১৯, ০৪:৩২ পিএম আপডেট: মে ২৫, ২০১৯, ০৪:৩৭ পিএম
কেইনের সঙ্গে কোহলির সেলফি, অভিষেকের বড়সড় খোঁচা

শেষ মুহূর্তের প্রস্তুতিতে কেনিংটন ওভালে ঘাম ঝরাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। প্রস্তুতির মাঝেও ফুটবলপ্রেম ভুলে যাননি ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। লন্ডনে এসে নিজের প্রিয় ফুটবলারের সঙ্গে দেখা করলেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্টও করেছেন সে ছবি।

ছবিতে দেখা গেছে, ইংল্যান্ড জাতীয় ফুটবল দল ও টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক হ্যারি কেইনের সঙ্গে হাস্যজ্বল বিরাট কোহলি।

ক্যাপশনে কোহলি লিখেছেন, ‘হ্যারি কেন, তোমার সঙ্গে সাক্ষাত খুবই উপভোগ্য ছিল। চ্যাম্পিয়নস লিগের ফাইনালের জন্য তোমাকে শুভকামনা।’ বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতির মাঝে খানিক সময় পান কোহলি। এ সময়টাই টুইটারে ব্যয় করেন কোহলি। প্রথমেই সুযোগ পেয়ে দেশের নব নির্বাচিত সরকার প্রধান নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন। দিনটা শেষ করেছেন টটেনহাম হটস্পারের হ্যারি কেইনের সঙ্গে সেলফি তুলে।

গতকাল লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে দুজনের তোলা সেলফিটা ফেসবুকে দিয়েছেন স্থানীয় সময় দুপুর ৫টায়। হ্যারি কেন লিখেছেন, ‘গত কয়েক বছরে বেশ কিছু টুইট আদান প্রদানের পর বিরাট কোহলির সঙ্গে দেখা করতে পেরে ভালো লাগছে। দারুণ এক লোক এবং অসাধারণ খেলোয়াড়।’ এর কিছুক্ষণ পর কোহলিও সেই ছবি পোস্ট করেন। ক্যাপশনে টটেনহামকে শুভকামনা জানান কোহলি।

বিষয়টা ভালো লাগেনি বলিউড সুুপারস্টার অভিষেক বচ্চনের। হাজার হলেও এই অভিনেতা যে টটেনহামের প্রতিদ্বন্দ্বী ক্লাব চেলসির সমর্থক। নগর প্রতিদ্বন্দ্বীদের জন্য কোহলির শুভকামনার জবাব দিয়েছেন কোহলিরই এক ছবি দিয়ে। চেলসির জার্সিসহ কোহলির এক ছবি দেখিয়ে ভারত অধিনায়ককে খোঁচা দিয়েছেন অভিষেক বচ্চন।

মনে করিয়ে দিয়েছেন, এখন যতই টটেনহামের জন্য শুভেচ্ছা জানান, কোহলি মনে মনে চেলসির সমর্থক। ২০১৪ সালে কোহলি নিজেই চেলসির জার্সি নিয়ে ফেসবুকে ছবি দিয়েছিলেন। গত বছর অবশ্য ইংল্যান্ড সফর করার সময় সাউদাম্পটনের ড্যানি ইংসের সঙ্গে সেইন্টদের জার্সি নিয়েও ছবি তুলেছিলেন কোহলি।

গোনিউজ২৪/এম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ