ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘মাহমুদুল্লাহ ক্রাইসিস ম্যান, সাব্বির এক্স ফ্যাক্টর’ (ভিডিও)


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: মে ২৪, ২০১৯, ০৪:০৮ পিএম আপডেট: মে ২৫, ২০১৯, ০৩:৫৬ পিএম
‘মাহমুদুল্লাহ ক্রাইসিস ম্যান, সাব্বির এক্স ফ্যাক্টর’ (ভিডিও)

আসছে বিশ্বকাপের আগে বেশ ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দল। প্রথমবারের মতো ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেই বিশ্বকাপ অভিযানে নামছে টাইগাররা। ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা। দলের কম্বিনেশন আর খেলোয়াড়দের পারফরম্যান্স দেখে অনেকেই বলছেন এবারের বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে বাংলাদেশ।

মাশরাফি নিজেও সেই প্রত্যাশার কথা শুনিয়েছেন আইসিসির অনুষ্ঠানে। সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের বোঝাপোড়াই বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে বলে দাবি করেন মাশরাফি। শুধু তাই নয় এক সাক্ষাতকারে প্রত্যেক সতীর্থকে মাশরাফির আলাদা আলাদা আখ্যাই বলে দিচ্ছে এবারের বিশ্বকাপে কতটা আত্মবিশ্বাসী টাইগাররা।

একাত্তর টেলিভিশনের সাংবাদিক দেব চৌধুরীকে দেয়া এক সাক্ষাতকারে সাকিব-তামিম-মুশফিকদের আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করেছেন মাশরাফি। বিশ্বকাপের স্কোয়াডে থাকা প্রত্যেক সদস্যকে নিয়ে মাশরাফির বর্ণনা নিচে তুলে ধরা হল....

১. তামিম ইকবাল: বলতে পারেন ওয়ার্ল্ড ক্রিকেটের অন্যান্য বিগেস্ট বিগেস্ট ওপেনারদের যে রোল থাকে সেটা পূরণ করার অ্যাবিলিটি আছে তার। কোনো কোনো ক্ষেত্রে তাদের চেয়েও বিগ রোল প্লে করছে।

২. লিটন দাস: এই উদ্বোধনী ব্যাটসম্যানকে ‘ড্যাসিং’ আখ্যা দেন মাশরাফি।

৩. সৌম্য সরকার: সিমিলার, লিটনের কোয়ালিটি। তবে পার্সনাল ক্ষেত্রে ওর একটা অ্যাডভান্টেজ আছে, ও বোলিং করতে পারে।

৪. সাকিব আল হাসান: প্রভাবলি টিমের সবথেকে বিগেস্ট পারফমার।

৫. মুশফিকুর রহিম: মুশফিক দুটা রোলই প্লে করতে পারে।

৬. মোহাম্মদ মিঠুন: স্ট্রাইক রোটেড করে উইকেটে সেট হতে পারে। এমনকি বড় রান করার অ্যাবিলিটি আছে।

৭. মাহমুদুল্লাহ রিয়াদ: এই অলরাউন্ডারকে ক্রাইসিস ম্যান বলে দাবি করেন মাশরাফি। কারণ টিমের সবথেকে ক্রাইসিস মোমেন্টে ও পারফর্ম করে। এবং এই স্টেজে ও প্রভাবলি বেস্ট প্লেয়ার।

৮. সাব্বির রহমান: এই হার্ডহিটারকে এক্স ফ্যাক্টর উপাধি দেন ম্যাশ। এক্স ফ্যাক্টর এই জন্য যে ২৮০ রান হচ্ছে। সেই রানকে তিনশ বা তিনশ দশ রানে নিয়ে যাওয়া। সেই অ্যাবিলিটি ওর আছে।

৯. মোসাদ্দেক হোসেন: বোলিং, ব্যাটিং, ফিল্ডিং তিন বিভাগেই অ্যাবিলিটি আছে। ভেরী কনফিডেন্ট প্লেয়ার।

১০. মোহাম্মদ সাইফউদ্দিন: নেক্সট ১০-১২ বছরের জন্য বাংলাদেশের সবথেকে সেরা অ্যাসেট।

১১. মেহেদী হাসান মিরাজ: ও ভ্যালুয়েবল প্লেয়ার।

১২. আবু জায়েদ রাহী: একজনই বাংলাদেশের বোলার। যাকে আমি দেখেছি সুইংটা নিয়ন্ত্রণ করতে পারে। যে বল করার আগে বলতে পারবে এটা ইনসুইং নাকি আউটসুইং করাচ্ছি। এটা আর কেউ পারে না। অন্যদেরটা হয়ে যায়।

১৩. মুস্তাফিজুর রহমান: আমাদের পেস অ্যাটাকের সবচেয়ে সেরা অস্ত্র।

১৪. রুবেল হোসেন: ভেরি ক্রশাল মোমেন্টে ব্রেক থ্রু এনে দিতে পারে। ও খুব গুরুত্বপূর্ণ। এবং কনসিসটেন্স পেসে ওই একমাত্র বল করতে পারে।

সবশেষে নিজের বিষয়ে মাশরাফি বলেন, নিজেরটা আর কি বলব। নিজেরটা আসলে খুঁজে পাই না। তবে আমি একটা জিনিস কন্ট্রিবিউট করতে পছন্দ করি। আমার নির্দিষ্ট কোনো গোল বা এইম নাই। যেটা ৮-১০ বছর আগে বলে আসছি। প্রত্যেকটা ম্যাচেই আমি চাই কন্ট্রিবিউট করতে। যেটা আমার খেলাটাকে সহজ করেছে। আর প্রত্যেক ম্যাচেই চাই বাংলাদেশ জিতুক। এবং সেই ম্যাচে যেন আমার অবদান থাকে।

ভিডিওটি দেখতে ক্লিক করুন...

গোনিউজ২৪/এম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ