ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৪৮ দলের বিশ্বকাপ হচ্ছে না কাতারে


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: মে ২৩, ২০১৯, ১২:৩৯ পিএম আপডেট: মে ২৩, ২০১৯, ১২:৪২ পিএম
৪৮ দলের বিশ্বকাপ হচ্ছে না কাতারে

বিশ্বকাপে দল সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করার সিদ্ধান্ত গতবছরই নিয়েছিলো আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। কাগজে-কলমে এই সিদ্ধান্ত  কার্যকর হওয়ার কথা থাকলেও ফিফা প্রধান গিয়ান্নি ইনফান্তিনোর ইচ্ছা ছিলো অন্যরকম।

সংস্থা প্রধান ইনফান্তিনো চাচ্ছিলেন, কাতার বিশ্বকাপেই বর্ধিত আকারের বিশ্বকাপ আয়োজন হোক। এ ব্যাপারে বেশ কয়েকবার আভাসও দিয়েছিলেন তিনি। কিন্তু অবশেষে এই পরিকল্পনায় ইস্তফা দিয়েছে ফিফা। নানা কারণে কাতার বিশ্বকাপে তারা ৪৮ দল অন্তর্ভূক্ত করছে না।

বৃহস্পতিবার ফিফা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘কাতার ও তার প্রতিবেশি দেশগুলো নিয়ে ২০২২ সালে ৪৮ দলের বিশ্বকাপ আয়োজনের জন্য ফিফা ও কাতার পরীক্ষা চালিয়েছে। সব ধরনের সুযোগ-সুবিধা ও অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

এই প্রক্রিয়া শেষে সকল স্টেকহোল্ডারদের সঙ্গে সুদীর্ঘ আলাপ-আলোচনার মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে বর্তমান পরিস্থিতিতে কাতারে ৪৮ দলের বিশ্বকাপ আয়োজন করা সম্ভব নয়। ৪৮ দলের বিশ্বকাপের প্রস্তাবটি এখন কার্যকর করা সম্ভব হচ্ছে না। সে কারণে ফিফা বিশ্বকাপ কাতার-২০২২ আগের পরিকল্পনামাফিক ৩২ দল নিয়েই অনুষ্ঠিত হবে। এ বিষয়ে ৫ জুনের সভায় আর কোনো প্রস্তাব দাখিল করা হবে না।’

৩২ থেকে ৪৮ দল হলে অতিরিক্ত যে ১৬টি ম্যাচ হবে সেটা আয়োজন করতে কাতারের প্রতিবেশি যেকোনো দেশকে নির্বাচন করতে হবে। সেক্ষেত্রে লজিস্টিক ও রাজনৈতিক জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব হবে না। কারণ, কাতার পার্শ্ববর্তী দেশ সৌদি আরব, আরব আমিরাত কিংবা বাহরাইনের সঙ্গে অর্থনৈতিক ও ভ্রমণ বিষয়ক চুক্তি পুননির্ধারণ না করলে সহ-আয়োজক দেশ হতে পারবে না।

এক্ষেত্রে কুয়েত ও ওমান ছিল সম্ভাব্য সহ-আয়োজক দেশ। কিন্তু ওমান জানিয়েছে তারা বিশ্বকাপ আয়োজনে আগ্রহী নয়। গেল মাসে ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফাতিনো কুয়েত ভ্রমণ করেছিলেন। তখন চেষ্টা করেছিলেন তাদেরকে ২০২২ বিশ্বকাপের কিছু ম্যাচের আয়োজক করতে। কুয়েত রাজিও হয়েছিল। কিন্তু ফিফা এখন জানিয়েছে বিশ্বকাপের জন্য কুয়েতকে প্রস্তুত করতে হাতে পর্যাপ্ত সময় নেই।

তাছাড়া কাতারে বিদেশিরা অ্যালকোহল পান করতে পারে। কিন্তু কুয়েতে সেটা সম্পূর্ণ নিষিদ্ধ। সেটাও ফিফাকে সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে। সব মিলিয়ে কাতার বিশ্বকাপে ৪৮ দলের বিশ্বকাপ আয়োজন থেকে সরে আসতে হয়েছে ফিফাকে।

গোনিউজ২৪/এম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ