ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাশরাফি আদর্শ নেতা: অনিল কুম্বলে


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: মে ২১, ২০১৯, ০৬:১১ পিএম আপডেট: মে ২১, ২০১৯, ০৬:১৩ পিএম
মাশরাফি আদর্শ নেতা: অনিল কুম্বলে

ক্রিকেট বিশ্বের অনেক তারকাকেই মাশরাফি বিন মুর্তজার প্রশংসা করতে দেখা গেছে। প্রশংসা করবেন ই না বা কেন। এই মাশরাফির কারণেই তো বদলে গেছে বাংলাদেশের ক্রিকেট। হাঁটুতে  অসংখ্যবার অস্ত্রোপচার করেও এখনো খেলে যাচ্ছেন নির্ধিদ্বায়। নেতৃত্ব গুন আর দেশের প্রতি মাশরাফির এমন ভালোবাসা দেখে সাবেক-বর্তমান অনেক ক্রিকেটারই মাশরাফির প্রশংসা করেছেন।

এবার সেই তালিকায় যোগ হলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার অনিল কুম্বলে। সম্প্রতি বাংলাদেশ বিশ্বকাপ দল নিয়ে নিজের বিশ্লেষণ হাজির করেছেন তিনি। তা উপস্থাপন করতেই মাশরাফির ভূয়সি প্রশংসা করেছেন এ ক্রিকেটার।

ক্রিকেটনেক্সটের সঙ্গে এক কথোপকথনে কুম্বলে বলেন, বাংলাদেশকে আপনি হালকাভাবে নিতে পারেন না। গেল কয়েক বছর ধরে দলটি দুর্দান্ত খেলছে। সাধারণত, গুরুত্বপূর্ণ ম্যাচে বেগ পেতে হয় তাদের। এবারের ক্রিকেটের সর্বোচ্চ আসরে সেটিই ওদের চ্যালেঞ্জ।

মাশরাফিকে একজন আদর্শ নেতার খেতাব দিয়ে তিনি বলেন, মাশরাফি মুর্তজা একজন খুব ভালো নেতা। সে দলকে একত্রিত করে রাখতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম। ও যখন দলকে নেতৃত্ব দেবে, তখন ভিন্ন বাংলাদেশ দেখতে পাবেন।

বাংলাদেশ এখন পর্যন্ত যত সাফল্য পেয়েছে অধিকাংশই মাশরাফির অধীনে। তার অসামান্য নেতৃত্বে গেল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলে টাইগাররা। সবশেষ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলে তারা। এবারের আসরে সেই সাফল্যের ধারা অব্যাহত রাখতে চান মাশরাফি বাহিনী। আর এটিই হতে যাচ্ছে নড়াইল এক্সপ্রেসের শেষ বিশ্বকাপ।

এদিকে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশকে হালকাভাবে দেখার কিছু নেই বলেও সতর্ক করে দিয়েছেন কুম্বলে। বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের পারফরম্যান্স সত্যিই বিস্ময় জাগানিয়া। এসময় তামিম ইকবালকে বর্তমান সময়ের সেরা ওপেনারের একজন বলে আখ্যা দেন কুম্বলে। এছাড়াও বাংলাদেশের অভিজ্ঞ খেলোয়াড় সাকিব-মুশফিকের প্রশংসাও করেন ভারতের সাবেক এই ক্রিকেটার।

গোনিউজ২৪/এম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ