ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবিশ্বাস্য খেলেছে দল: আবাহনীর কোচ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: মে ১৬, ২০১৯, ০৩:২৫ পিএম আপডেট: মে ১৬, ২০১৯, ০৩:২৮ পিএম
অবিশ্বাস্য খেলেছে দল: আবাহনীর কোচ

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার এএফসি কাপের ‘ই’ গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে চেন্নাইনকে ৩-২ গোলে হারিয়েছে আবাহনী। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশের চ্যাম্পিয়নরা। ষষ্ঠ মিনিটেই ডিফেন্ডারদের ভুলে গোল হজম করা আবাহনী প্রথমার্ধে ফরোয়ার্ডদের ব্যর্থতায় সমতায় ফিরতে পারেনি। তবে লেমোস জানালেন শিষ্যদের ওপর বিশ্বাস ছিল তার।

হজম করা দুই গোল বাদ দিলে ম্যাচজুড়ে দারুণ খেলেছে আবাহনী লিমিটেড। ভারতের দল চেন্নাই এফসিকে হারিয়ে প্রথম লেগের হারের মধুর প্রতিশোধও নিয়েছে। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় কোচ মারিও লেমোস তাই দাবি করলেন, অবিশ্বাস্য খেলেছে দল।

তিনি আরো বলেন, এটা আবাহনীর জন্য, বাংলাদেশের জন্য অনেক বড় ম্যাচ। শুরুতে আমরা সেট পিস থেকে ভুলে গোল খেয়েছিলাম। এরপর ছেলেরা ঘুরে দাঁড়িয়েছে। সবাই জয়ের জন্য লড়াই করেছে। অবিশ্বাস্য খেলেছে দল। “চেন্নাইনের মাঠে গিয়েও আমরা ভালো খেলেছিলাম কিন্তু হেরেছিলাম। প্রথম গোল খাওয়ার পরও বিশ্বাস ছিল ছেলেরা ঘুরে দাঁড়াবে।

ম্যাচের ফল নিয়ে হতাশ চেন্নাইন এফসির কোচ জন গ্রেগরি আলাদাভাবে প্রশংসা করলেন সাইঘানি আর মামুনুলের গোলের।

“ম্যাচের ফলে আমি ভীষণ হতাশ। প্রথমার্ধ আমরা নিয়ন্ত্রণ করেছি। এরপর পিছিয়ে পড়লাম। ঘুরে দাঁড়ালাম কিন্তু ওই গোলটি হলো। দুটো দুর্দান্ত গোলে আমরা হেরে গেলাম। প্রথমটা ফ্রি কিকে এবং শেষ যে গোলটা হলো, সেটা ছিল দুর্দান্ত।” আগেই বলেছিলাম ম্যাচটা আমাদের জন্য কঠিনতম ম্যাচ হবে। দ্বিতীয়ার্ধে আমার দলের খেলা ছিল নিম্নমানের।

গোনিউজ২৪/এম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ