ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে তার অভাব হাড়ে হাড়ে টের পাবে ভারত: সৌরভ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ১৪, ২০১৯, ০১:১৬ পিএম আপডেট: মে ১৪, ২০১৯, ০৭:১৬ এএম
বিশ্বকাপে তার অভাব হাড়ে হাড়ে টের পাবে ভারত: সৌরভ

বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণার পর সব থেকে বেশি আলোচনা হয় ঋষভ পন্তের অনুপস্থিতি নিয়ে। তবে এবার সেই ইস্যুটি আরেকবার সামনে আনলেন দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। 

সদ্য শেষ হওয়া আইপিএলে ব্যাট হাতে দারুণ ফর্ম করেছেন ঋষভ পন্ত। ব্যাট এবং উইকেটের পেছনে প্রতিটি ম্যাচেই দলকে সাপোর্ট দিয়েছেন তিনি। তাতে আসন্ন বিশ্বকাপে ভারত পন্তের অভাব টের পাবে বলে মনে করেন সৌরভ, ‘বিশ্বকাপে ঋষভকে মিস করবে ভারত৷ এটা বলা মুশকিল যে কার জায়গায় ওকে দলে নেওয়া উচিত ছিল৷ তবে একটা বিষয় নিশ্চিত যে পন্তকে ভারতের দরকার ছিল৷’

ফাইনালে ব্যর্থ হলেও দ্বাদশ আইপিএলে ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন ঋষভ৷ ১৬ ম্যাচে ৩৭.৫৩ গড়ে ৪৮৮ রান সংগ্রহ করেন পন্ত৷ স্ট্রাইক রেট ছিল ১৬২.৬৬৷ হাউসেঞ্চুরি করেছেন ৩টি৷

চোট পাওয়া কেদার যাদবের পরিবর্তে ঋষভ পন্তের বিশ্বকাপ দলে ঢুকে পড়া উচিত কি না, সে বিষয়ে সৌরভ সরাসরি কোনও মন্তব্য করেননি৷ তিনি বলেন, ‘কেদারের চোট। এটা এখনই বলা সম্ভব ন যে, ঠিক সময়ে চোট সারিয়ে ও ম্যাচ ফিট হয়ে উঠবে কি না৷ তবে আশা করব কেদার বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবে।’

উল্লেখ্য, আইপিএল চলাকালীন কাঁধে চোট পান চেন্নাই সুপার কিংসের কেদার যাদব। যার ফলে তিনি ফাইনালসহ প্লে-অফের গুরুত্বপূর্ণ তিনটি ম্যাচেই মাঠে নামতে পারেননি।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ