ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২৫ বলে সেঞ্চুরি করে গেইলের রেকর্ড গুঁড়িয়ে দিলেন মানজি


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৩, ২০১৯, ১২:০৩ পিএম
২৫ বলে সেঞ্চুরি করে গেইলের রেকর্ড গুঁড়িয়ে দিলেন মানজি

গেইলের বিস্ফোরক ইনিংস ছাপিয়ে মাত্র ২৫ বলে সেঞ্চুরির অসাধারণ কীর্তি গড়েছেন স্কটল্যান্ডের ব্যাটসম্যান জর্জ মানজি। এ সেঞ্চুরি গড়ার পথে ৬ বলে ৬ ছক্কাও হাঁকিয়েছেন তিনি। তবে এ ম্যাচটি আনঅফিসিয়াল হওয়ায় এখন পর্যন্ত দ্রুততম সেঞ্চুরি হিসেবে গেইলের নামই রেকর্ডেবুকে থাকবে।

সোমবার (২২ এপ্রিল) ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির অফিসিয়াল ওয়েবসাইট স্কটল্যান্ডের জর্জ মানজির বিধ্বংসী ইনিংসের খবর চাউর করে।

গ্লুচেস্টারশায়ারের হয়ে বাথ সিসি একাদশের বিপক্ষে এক আনঅফিসিয়াল ম্যাচে খেলতে নেমে মাত্র ১৭ বলে অর্ধশতক পেরিয়ে যান। পরের ৮ বলে পৌঁছে যান শতকে। শেষ পর্যন্ত ৩৯ বলে ১৪৭ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে ব্রাউনের বলে হ্যানকিনসের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন জর্জ মানজি।প্যাভিলিয়নে ফেরার আগে তার ইনিংসটি সাজানো ছিলো ইনিংসটি ছিল ৫টি চার আর ২০টি ছক্কায়।

নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেটে ৩২৬ রান সংগ্রহ করে জর্জ মানজির দল।ওই ম্যাচে জর্জ মানজির সঙ্গে জিপি উইলো শতক হাঁকান ৫৩ বলে। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা টম প্রাইসও করেন বিধ্বংসী ব্যাটিং। তিনি খেলেন ২৩ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস।

 জবাবে ব্যাটিং করতে নেমে বাথ সিসি করে ২১৪ রান। ১১২ রানের বড় জয় পায় গ্লুচেস্টারশায়ার।

এই ম্যাচের কথা যখন আসছে তখন টি-টোয়েন্ট ক্রিকেটের ব্যক্তিগত এবং দলীয় সর্বোচ্চ রানের কথা না এসে পারে না। দ্রুততম সেঞ্চুরির বিষয়টিও চলে আসে। টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রান ক্রিস গেইলের ১৭৫। ব্যাঙ্গালুরুর হয়ে আইপিএলে পুনের বিপক্ষে বিধ্বংসী ইনিংস খেলেন। সেঞ্চুরি করেন মাত্র ৩০ বলে। যা টি-টোয়েন্টি ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি। ব্যাঙ্গালুরু ওই ম্যাচে ৫ উইকেট হারিয়ে ২৬৩ রান তোলে।

এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ দলীয় ইনিংস আফগানিস্তানের। চলতি বছরই আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানরা ৩ উইকেটে ২৭৮ রান তোলে। আফগান ওপেনার হযরতউল্লাহ জাজাই ওই ম্যাচে খেলেন হার না মানা ১৬২ রানের ইনিংস। সূত্র: আইসিসি 

গোনিউজ২৪/এএস
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ