ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেনজামার হ্যাটট্রিক, রিয়ালের বড় জয়


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২২, ২০১৯, ০৯:২৬ এএম
বেনজামার হ্যাটট্রিক, রিয়ালের বড় জয়

চলতি মৌসুমে রিয়ালের আর কোনো আশা নেই।কারণ আর শিরোপা জয়ের কোন সম্ভাবনা নেই।হেডস্যার জিদান এবং দলের প্রাণ ভোমরা ক্রিস্টিয়ানো রোনালদোকে হারানোর পর পথ হারিয়েছে রিয়াল মাদ্রিদ।ফের জিদানকে ফেরালেন।রিয়ালও ছন্দে ফিরতে শুরু করল।যেহেতু আর শিরোপা জয়ের সম্ভানা নেই, তাই আগামী মৌসুমে কাকে রাখবে আর কাকে ছাড়বে সেই পরীক্ষাটা রয়েছে রিয়ালের হাতে।সুতরাং বলা যায় এখনকার ম্যাচগুলো রিয়ালের ফুটবলারদের পরীক্ষার ম্যাচ।এমন পরীক্ষায় দারুণ করেছেন করিন বেনজামা। 

গতকাল অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল। হ্যাটট্রিক করেছেন সেই পুরোনো সেনানীই—রিয়ালের সবশেষ চার ম্যাচেই জাল খুঁজে পেয়েছেন যিনি। ক্রিস্টিয়ানো রোনালদোর প্রস্থানের পর এই মৌসুমে আক্রমণভাগে তার উত্থানে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে রিয়াল। 

করিম বেনজেমা। আক্রমণভাগে তাকে যোগ্য সঙ্গই দিয়েছেন মার্কো অ্যাসেনসিও। ৪৭ মিনিটে বাম প্রান্ত থেকে অ্যাসেনসিওর নিখুঁত ক্রসে হেড করে গোল করেন এই ফরাসি তারকা। এরপর ৭৬ মিনিটে আবারও সেই ‘হেডমাস্টার’ বেনজেমা। এবার বাঁ প্রান্ত থেকে লুকা মদরিচের ক্রস এবং বেনজেমার গোল।

প্রথমার্ধে গা ঝাড়া দিয়ে খেলতে পারেনি রিয়াল। গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি আক্রমণভাগ। বিলবাও-ও সুযোগ পেয়েছিল গোলের। কিন্তু বিরতির পর গা ঝাড়া দিয়ে উঠেছে টনি ক্রুস, ভাসকেজ, অ্যাসেনসিও ও বেনজেমাদের নিয়ে গড়া মাঝমাঠ ও আক্রমণভাগ। বেনজেমা তাঁর দ্বিতীয় গোলটি পাওয়ার পর বোঝাই যাচ্ছিল হ্যাটট্রিক পেয়ে যেতে পারেন যেকোনো সময়। তার আগেই অবশ্য ইউরোপের শীর্ষ পাঁচ লিগের খেলোয়াড়দের একটি জায়গায় ছাপিয়ে গেছেন। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে হেডে ১০ গোল করলেন বেনজেমা, যা ইউরোপের শীর্ষ পাঁচ লিগের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে এল বেনজেমার সেই মাহেন্দ্রক্ষণ। তার আগে ৭০ মিনিটের মাথায় ভাসকেজ ও ক্রুসকে তুলে বেল ও ইসকোকে মাঠে নামান জিদান। বেল নির্ধারিত সময়ের শেষ মিনিটে বিলবাওয়ের এক খেলোয়াড়ের ভুলের সুযোগ নিয়ে বল পেয়ে যান। ছোট করে পাস বাড়ান বেনজেমাকে। ২০ গজ দূর থেকে মাপা শটে গোল করে হ্যাটট্রিক তুলে নিতে কোনো সমস্যাই হয়নি বেনজেমার। লা লিগায় রিয়ালের হয়ে এটি তাঁর দ্বিতীয় হ্যাটট্রিক। প্রথম হ্যাটট্রিক করেছিলেন ২০১৫ সালে। দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পেলেন ১২১৮ দিন পর! কিন্তু এই দীর্ঘ বিরতি দিয়ে এবারের মৌসুমে বেনজেমার ফর্ম ব্যাখ্যা করা যায় না। লা লিগায় রিয়ালের শেষ আট গোলই তাঁর, যা রিয়ালের ইতিহাসে আগে কেউ করতে পারেননি।

ম্যাচে কালো ব্যাজ পরে মাঠে নেমেছিলেন রিয়ালের খেলোয়াড়েরা। শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলায় নিহত এবং ১৮ মৌসুম ধরে সান্তিয়াগো বার্নাব্যুর মাঠের অফিশিয়াল প্রয়াত অগাস্টিন হেরেরির প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করে স্বাগতিকেরা। এই জয়ে ৩৩ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থাকল রিয়াল। তাদের সঙ্গে ৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে দ্বিতীয় অ্যাটলেটিকো। চারে থাকা গেটাফের সংগ্রহ ৫৪ পয়েন্ট।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ