ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কেকেআর তারকার বাবা গ্যাস সিলিন্ডার বইতেন, ভাই চালান অটো


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২১, ২০১৯, ০৫:২২ পিএম আপডেট: এপ্রিল ২১, ২০১৯, ১১:২২ এএম
কেকেআর তারকার বাবা গ্যাস সিলিন্ডার বইতেন, ভাই চালান অটো

সংসারে নিত্য অনটন। এ যেন নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দৌলতে স্বপ্নটা সত্যি হল। ক্রিকেট খেলেই বাড়ির পাশে দাঁড়ালেন ২১ বছরের তরুণ। এরকমই একজন ক্রিকেটার খেলছেন এবারের আইপিএলে, নাইটদের সংসারে। তিনি রিঙ্কু সিংহ।

আলিগড়ের বছর কুড়ির এই ক্রিকেটার চরম দারিদ্রের সঙ্গে লড়াই করে উঠে এসেছেন সংবাদের শিরোনামে। ভয়ডরহীন ব্যাটিংয়ে প্রতিপক্ষ বোলারদের ত্রাসের কারণও তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেটে তার ডেবিউ হয় ২০১৬ সালে। ঘরোয়া ক্রিকেটে ডেবিউ হয় ২০১৪ সালে। ঝোড়ো ইনিংস খেলে মন জয় করে নেন তিনি।

প্রথম যখন খেলতে এলেন, বাড়িতে তখন ৫ লক্ষ টাকা ধার। অনূর্ধ্ব ১৯ খেলে সেই ধার একটু একটু করে তিনিই মিটিয়েছিলেন।

রিঙ্কুর বাবা খানচন্দ্র সিংহ গ্যাস বাড়ি বাড়ি সিলিন্ডার বিলি করতেন।

রিঙ্কুর দাদা অটোরিকশা চালান। আর এক ভাই কোচিং সেন্টারে কাজ করেন। তিন জন সাকুল্যে যা রোজগার করতেন, তাতে সংসার চালানো দায়।

২০১৮ সালে আইপিএলে ২০ লক্ষের এই বাঁ হাতি ব্যাটসম্যান নিলামের দুনিয়ায় হয়ে যান ৮০ লাখের ক্রিকেটার। তাকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স।

সংসারের তাই যাবতীয় আশা-ভরসা হয়ে ওঠেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। আইপিএল নিলামের পরে বলেছিলেন, ‘দাদার বিয়েতে সাহায্য করব, ঘরে অবিবাহিত বোন আছে। তার বিয়ে দিতে হবে। তাই মন দিয়ে ক্রিকেট খেলতে চাই।’

চলতি বছরে কলকাতা নাইট রাইডার্সে খেলছেন রিঙ্কু সিংহ। প্রস্তুতি ম্যাচে তাঁর ব্যাটিং মুগ্ধ করেছিল জ্যাক কালিসদের। এর আগে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়েও খেলেছেন তিনি।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে উত্তরপ্রদেশের জার্সিতে প্রশংসিত হয়েছে তার ব্যাটিং। শেষ ম্যাচে ১৫ বলে ১৯ রান করে আউট হন। লখনউয়ে রঞ্জি ট্রফির ফাইনালে তার রাজ্য উত্তরপ্রদেশের হয়ে মাঠে নেমে ১৫০ রান করেছিলেন ১৮১ বলে।

রিঙ্কুর সোশ্যাল মিডিয়া পোস্ট বলছে, স্বপ্ন তখনই সত্যি হয়, যখন তুমি জেগে উঠে সেই স্বপ্নকে তাড়া কর। আত্মতুষ্ট হলেই পারফরম্যান্সের দফারফা। বাধা বলে কিছু নেই। তা থাকে মানুষের মনের ভিতর।’ এ ভাবেই এগিয়ে চলেছেন তিনি। স্বপ্ন দেখছেন, জাতীয় দলে সুযোগ পাওয়ার।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ