ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইডেন, আরসিবি আর কোহলির দুঃস্বপ্নের ‘৪৯’


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৯, ২০১৯, ০২:৫৬ পিএম আপডেট: এপ্রিল ১৯, ২০১৯, ০৮:৫৬ এএম
ইডেন, আরসিবি আর কোহলির দুঃস্বপ্নের ‘৪৯’

বর্তমান সময়ের ক্রিকেটের অবিসংবাদিত সম্রাট বিরাট কোহলি।বিশ্বক্রিকেটে এক ভয়ঙ্কর ব্যাটার।কিন্তু সেই কোহলির নিজ দেশ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একটি ভয়ঙ্কর দুঃস্বপ্নের স্মৃতি আছে।যা কোহলির হৃদয়ে তীরের মতোই বৃদ্ধ হওয়ার কথা।কোহলিকে এমন তীর নিক্ষেপ করেছিলো কলকাতা নাইট রাইডার্স।

শুক্র (১৯ এপ্রিল) সন্ধ্যায় আরও একবার নাইটদের ডেরায় নামছে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু (আরসিবি)। সেটাও এমন এক সংকটময় অবস্থায় যেখানে দলের নতুন করে হারানোর আর কিছু নেই।

চলতি আইপিএলে এখন পর্যন্ত কোহলি-ডি ভিলিয়ার্সার খেলেছেন ৮টি  ম্যাচ।তারকাখাচিত ব্যাঙ্গালুরু জয় পেয়েছে মাত্র একটি ম্যাচে। এরপর সত্যিই কোহলির দলের আর হারের আশঙ্কা থাকার কথা নয়। হতশ্রী বোলিং, কখনও শৃঙ্খলাহীন ব্যাটিং! যার জেরে আরসিবি এখন উনিশের আইপিএলের ‘ডুবন্ত টাইটানিক’।

প্রতিকূল পরিস্থিতিতে সেই টাইটানিকের নাবিক কোহলির কপালে চিন্তার ভাঁজ ফেলে দিতে পারে, ইডেনে বছর দুই আগের এক দুঃস্বপ্নের রাতের স্মৃতি। সেবার ২০১৭ সালে নাইটদের বিরুদ্ধে ১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯.৪ ওভারে মাত্র ৪৯ রান গুটিয়ে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। গতির উইকেটে আরসিবিকে শেষ করে দিয়েছিল নাইটদের পেস আক্রমণ। তিনটি করে উইকেট তুলে নিয়েছিলেন কালচার নীল, গ্র্যান্ডহোম ও ক্রিস ওকস৷ আরসিবি’র হয়ে সর্বোচ্চ ৯ রানের ইনিংস খেলেছিলেন কেদার যাদব৷

একনজরে সেদিন কোহলিদের ব্যাটিং কার্ড-

গেইল-৭ রান, কোহলি-০, মনদীপ সিং-১, এবিডি- ৮, কেদার যাদব-৯ রান, স্টুয়ার্ট বিনি-৮, পবন ন্যাগি-২ রান, স্যামুয়েল বদ্রি-০, টাইমল মিলস-২, শ্রীনাথ অরবিন্দ-৫, যুবেন্দ্র চাহাল-০রান।

প্রসঙ্গত, এবারও ইডেনে নাইটদের বোলিং আরসিবি’র কাছে শক্ত গাঁট হতে পারে৷ প্রসিদ্ধ কৃষ্ণা, লকি ফার্গুসন, ব্রাথওয়েট, হ্যারি গার্নির মতো একাধিক উইকেট টেকার রয়েছে নাইটদের। কোহলি-এবিডি’দের ব্যাটিং তাণ্ডব থামিয়ে সেদিন অধিনায়ক গম্ভীর পেরেছিলেন। আজ দীনেশের নাইটব্রিগেড সেদিনের মতো আরও একটা মায়াবি রাত ফ্যানেদের উপহার দিতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

অন্যদিকে রাসেলের চোট আবহেই প্লে-অফের অঙ্ক ভাবাচ্ছে নাইটদের।লিগের শুরুটা ছন্দে করেও টানা তিন ম্যাচে হার। যার ধাক্কায় ৮ ম্যাচে ঝুলিতে মাত্র ৮ পয়েন্ট। সিঁড়ি বেয়ে মগডাল থেকে ক্রমেই ফিকে হতে হতে এখন পয়েন্ট টেবিলের ছয়’নম্বরে। অঙ্ক বলছে শেষ ৬ ম্যাচের চারটে না জিতলে প্লে-অফের জন্য অন্য দলের হাত-জিতের সমীকরণের দিকে চেয়ে থাকতে হবে নাইটদের।

এই ৬ ম্যাচের মধ্যে দুটি আবার খেলতে হবে মুম্বাইয়ের বিরুদ্ধে।অতীতের রেকর্ড সাক্ষী লিগের লাস্ট ল্যাপে বরবারই ভয়ঙ্কর রোহিত অ্যান্ড কোম্পানি।সেই সঙ্গে নাইটদের কাছে মুম্বাই আবার শক্ত গাঁট। সেক্ষেত্রে শেষ চার পাকা করতে দুর্বল আরসিবি ‘শিকার’ দিয়ে শুরুর চেয়ে দীনেশদের কাছে আর ভালো সুযোগ কিইবা হতে পারে!

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ