ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পিএসজির জালে লিলের ৫ গোল


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৫, ২০১৯, ১২:১৩ পিএম
পিএসজির জালে লিলের ৫ গোল

ফরাসি লিগ ওয়ান পয়েন্ট টেবিলে প্যারিস সেইন্ট জার্মেইর ধারে কাছেও নেই কোনো দল। দ্বিতীয় স্থানে থাকা লিলের সঙ্গে যেই ব্যবধান; গতকাল মাত্র এক পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হয়ে যেত তাদের। কিন্তু সেই লিলের বিপক্ষে বড় ব্যবধানে হেরে শিরোপার অপেক্ষা দীর্ঘ হলো টমাস টুখেলের দলের।

রোববার রাতের ম্যাচে প্রথমার্ধে ১০ জনের দলে পরিণত হওয়া পিএসজিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে লিল। টানা দুই ম্যাচ জয়শূন্য রইলো প্যারিসের ক্লাবটি। গত সপ্তাহে স্ত্রাসবুরের সঙ্গে ঘরের মাঠে ২-২ ড্র করেছিল বর্তমান চ্যাম্পিয়নরা।

এদিন ভুল দিয়ে শুরু পিএসজির। ভুলে ম্যাচের সপ্তম মিনিটে গোল খেয়ে বসে পিএসজি। ডান দিক থেকে ফরাসি ফরোয়ার্ড ইকোনের ক্রস ঠেকাতে গিয়ে পা বাড়িয়েছিলেন বেলজিয়ামের ডিফেন্ডার ইকোনে। বল তার পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। ঠেকানোর কোনো সুযোগই পাননি গোলরক্ষক।

পাল্টা জবাব দিতে অবশ্য দেরি করেনি শিরোপাধারীরা। ডান দিকে থেকে আক্রমণে উঠে দুজনকে কাটিয়ে ছোট ডি-বক্সের মুখে ক্রস বাড়ান কিলিয়ান এমবাপে। বাঁ পায়ের কোনাকুনি শটে জাল খুঁজে নেন স্পেনের হুয়ান বের্নাত।

এর কিছুক্ষণ পর আট মিনিটের ব্যবধানে চোট পেয়ে মাঠ ছাড়েন পিএসজির দুই ডিফেন্ডার চিয়াগো সিলভা ও মুনিয়ে। ৩৬তম মিনিটে আরও বড় ধাক্কা খায় দলটি। লিলের নিকোলাসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ডিফেন্ডার বের্নাত।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে আবারও পিছিয়ে পড়ে গত ছয় মৌসুমে পাঁচবার লিগ চ্যাম্পিয়ন হওয়া দলটি। দারুণ এক পাল্টা আক্রমণে মাঝমাঠের আগে থেকে সতীর্থের বাড়ানো বল ধরে ডিফেন্ডারদের পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন কোত দি ভোয়ার ফরোয়ার্ড নিকোলাস।

ছয় মিনিটের ব্যবধানে আরও দুই গোল খেয়ে কোণঠাসা হয়ে পড়ে পিএসজি। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।

৬৫তম মিনিটে বল পায়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে কাছের পোস্ট দিয়ে গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড জোনাতঁ বম্বা। ৭১তম মিনিটে হেডে স্কোরলাইন ৪-১ করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল।

আর ৮৪তম মিনিটে পিএসজির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন পর্তুগিজ ডিফেন্ডার জোসে ফন্তে।

এবারের লিগে পিএসজির এটি দ্বিতীয় পরাজয়। ৩১ ম্যাচে ২৬ জয় ও তিন ড্রয়ে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ বেশি খেলা লিল।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ