ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাকিবের কারণে পরাজয়, ভিন্ন ইঙ্গিত নাইট ব্যাটসম্যানের


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মার্চ ২৫, ২০১৯, ০৭:৫১ পিএম আপডেট: মার্চ ২৫, ২০১৯, ০৮:০৬ পিএম
সাকিবের কারণে পরাজয়, ভিন্ন ইঙ্গিত নাইট ব্যাটসম্যানের

জয়ের জন্য শেষ ওভারে হায়দরাবাদকে আটকাতে হতো ১৩ রান। তখনই সাকিবের হাতে বল তুলে দেন অধিনায়ক ভুবনেশ্বর কুমার। কিন্তু বাংলাদেশি স্পিনারকে একের পর এক চার ছক্কা হাঁকিয়ে ৬ উইকেটে জয় তুলে নেয় কেকেআর। 

২২ গজে দুই জন বাহাতি ব্যাটসম্যান থাকা সত্ত্বেও সাকিববে বোলিং দিতে দেখে তখন রীতিমত চমকে যান কেকেআরের ব্যাটসম্যান নীতিশ রানা।  তিনি বলেন, ক্রিজে ছিলেন আন্দ্রে রাসেল ও শুভমান গিল। তারা উইকেটে থাকা অবস্থায় বাঁহাতি স্পিনারকে এনে ভুল করেছে হায়দরাবাদ। সাকিবের পরিবর্তে শেষ ওভারে অন্য কেউ বোলিং করলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত।

ভীষণ চড়া ছিলেন রাসেল। গিলের ব্যাটেও শট আছে। তারা থাকার পর স্পিনার দিয়ে বল করানো ছিল অরেঞ্জ আর্মিদের আত্মঘাতী সিদ্ধান্ত। তাদের ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন রানা।

বাঁহাতি ব্যাটসম্যানের ভাষ্যমতে, শেষ ওভারটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। সেসময় ভুবনেশ্বর বা অন্য কেউ বোলিং করলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত। আমার মনে হয়, তাদের পরিকল্পনা ভেস্তে গিয়েছিল। রাসেল-গিল ক্রিজে থাকলে ফাইনাল ওভারে কোনোভাবেই আপনি স্পিনার আনতে পারেন না।

শেষ ১৮ বলে জয়ের জন্য কলকাতার দরকার ছিল ৫৩ রান। আন্দ্রে রাসেল ও শুভমান গিলের ব্যাটে ২ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙর করে নাইটরা। শেষ ওভারে ২ ছক্কা মেরে জয় নিশ্চিত করেন গিল। শেষ পর্যন্ত ১০ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন তিনি।

তবে এদিন হায়দরাবাদকে একরকম একাই হারিয়ে দেন রাসেল। মাত্র ১৯ বলে সমান ৪টি করে চার-ছক্কায় ৪৯ রানের হার না মানা বিস্ফোরক ইনিংস খেলেন ক্যারিবীয় ব্যাটার।

গোনিউজ২৪/এএটি

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ