ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মেসি-দিবালারা আর্জেন্টিনার জার্সি পরার যোগ্য নয়: ম্যারাডোনা


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মার্চ ২৫, ২০১৯, ০৭:৩২ পিএম
মেসি-দিবালারা আর্জেন্টিনার জার্সি পরার যোগ্য নয়: ম্যারাডোনা

দুই দিন আগে ভেনেজুয়েলার বিপক্ষে এক প্রীতি ম্যাচে ৩-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। তাই চরম ক্ষিপ্ত দেশটির বিশ্বকাপ জয়ী খেলোয়াড় ম্যারাডোনা।

এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন রাখা হয়, আর্জেন্টিনার ম্যাচ দেখেছেন কিনা। তার উত্তর ছিল, ‘ভূতের সিনেমা’ দেখার কোনো ইচ্ছাই নেই, ‘না, আমি আর্জেন্টিনার ম্যাচ দেখিনি। আমি হরর মুভি (ভয়ের সিনেমা) দেখি না।’

ভেনেজুয়েলা এখন আর আগের মতো দুর্বল দল নয়। বিষয়টি ভালোভাবেই জানেন ম্যারাডোনা। তাই ম্যাচ শুরুর আগে বিশ্বকাপ জয়ী তারকা জানিয়েছিলেন, মেসিদের কপালে খারাপই আছে। এসময় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘যেসব অযোগ্য লোকজন আর্জেন্টিনাকে চালায়, তারা কি ভেবেছিল ভেনেজুয়েলাকে সহজেই হারিয়ে দেবে? ভেনেজুয়েলা যথেষ্ট ভালো একটা দল।’

নিজে যখন খেলতেন, তখন সতীর্থ হিসেবে যাদের পেয়ে বিশ্বকাপ জিতেছিলেন, ম্যারাডোনা এই আর্জেন্টিনা দলে তাদের মতো উচ্চাভিলাষী কাউকে দেখেন না, ‘আজ রুগেরি, বাতিস্তা, পুম্পিদো, ক্যানিজিয়ার মতো খেলোয়াড় থাকলে আর্জেন্টিনার এই দশা হতো না।’

ম্যারাডোনা আরও মনে করেন, এই দলের কারওর আর্জেন্টিনার জার্সি পরার ন্যূনতম যোগ্যতাটুকুও নেই, ‘এই দলের খেলোয়াড়েরা আর্জেন্টিনার জার্সি পরার যোগ্য না। তারা জানেই না কি করতে হবে না হবে। আমার আফসোস লাগে আর্জেন্টিনার মানুষের জন্য যারা এসব মিথাবাদীদের ওপর বিশ্বাস রাখে আর মনে করে এসব খেলোয়াড় দিয়ে কাজ হবে।’

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ