ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারল না জার্মানি


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মার্চ ২১, ২০১৯, ০৯:৪৭ এএম
ব্যর্থতার  বৃত্ত থেকে বের হতে পারল না জার্মানি

জার্মানির শহর ভলফসবুর্কে বুধবার রাতে আন্তর্জাতিক প্রীতি মুখোমুখি হয় জার্মান-সার্বিয়া।দুলের লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি।যার ফলে ম্যাচ শেষ নিস্প্রাণ ড্রয়ের মাধ্যমে। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ম্যাচের শুরুতে লুকা ইয়োভিচের গোলে স্বাগতিকরা পিছিয়ে পড়ার পর সমতা টানেন লেয়ন গোরেটস্কা।

বিশ্বসেরার মর্যাদায় রাশিয়া বিশ্বকাপে গিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় জার্মানি। পরে উয়েফা নেশন্স লিগে হয় অবনমন। ২০১৮ সালে মোট ছয় ম্যাচে হারে তারা, নিজেদের ইতিহাসে এর আগে এক বছরে কখনোই এত ম্যাচে হারেনি দলটি।ঘরে দাঁড়তে তারুণ্যনির্ভর দল গঠন করে ইওয়াখিম লুভ।তাতেও হলেন ব্যর্থ।

সার্বিয়ার বিপক্ষে একাদশে ছয়টি পরিবর্তন এনে মাঠে নামা জার্মানির শুরুটা মোটেও ভালো ছিল না। বল দখলে এগিয়ে থাকলেও দ্বাদশ মিনিটে গোল খেয়ে বসে তারা। কর্নার থেকে উড়ে আসা বল ডিফেন্ডাররা ক্লিয়ার করতে ব্যর্থ হলে ছোট ডি-বক্সে ফাঁকায় পেয়ে হেডে জাল খুঁজে নেন আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের ফরোয়ার্ড ইয়োভিচ।

কিছুটা গুছিয়ে ওঠা জার্মানি ২২তম মিনিটে সমতায় ফেরার সহজ সুযোগ পায়। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও তাকে পরাস্ত করতে পারেননি টিমো ভেরনার। ৩৭তম মিনিটে লাইপজিগ স্ট্রাইকারের আরেকটি শট দারুণ ক্ষিপ্রতায় রুখে সার্বিয়াকে এগিয়ে রাখেন গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ।

১-০ স্কোর লাইনে এগিয়ে থেকে বিরতিতে যায় সার্বিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতে তিনটি পরিবর্তন আনেন লুভ। এরপর দ্বিতীয়ার্ধে আক্রমণের খিপ্রতা বাড়াতে থাকে জার্মান।

৫৯তম মিনিটে দারুণ একটি সুযোগ হাতছাড়া করেছেন তরুণ মিডফিল্ডার কাই হাভার্টসের বদলে নামা মার্কো রয়েস। আট গজ দূর থেকে বরুসিয়া ডর্টমুন্ড ফরোয়ার্ডের জোরালো শট ঠেকিয়ে দেন ছন্দে থাকা দিমিত্রোভিচ। পাঁচ মিনিট পর গোলরক্ষককে কাটিয়ে ইলকাই গিনদোয়ানের নেওয়া শট গোললাইন থেকে ফেরান সার্বিয়ার এক ডিফেন্ডার।

টানা আক্রমণ করতে থাকা স্বাগতিকরা অবশেষে ৬৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়। রয়েসের পাস ডি-বক্সে ঢুকে নিয়ন্ত্রণে নেওয়ার মাঝে এক জনকে কাটিয়ে ডান পায়ের জোরালো শটে বল জালে পাঠান বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার গোরেটস্কা।  

যোগ করা সময়ে লেরয় সানেকে বিপজ্জনক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন সার্বিয়ার ফরোয়ার্ড মিলান পাভকোভ। প্রতিপক্ষে এক জন কম থাকার সুযোগ কাজে লাগানোর মতো যথেষ্ট সময় অবশ্য ছিল না জার্মানির।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ