ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেই নারী সম্পর্কে মুখ খুললেন তামিমদের কোচ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মার্চ ১৯, ২০১৯, ০৬:৪৪ পিএম আপডেট: মার্চ ১৯, ২০১৯, ১২:৪৪ পিএম
সেই নারী সম্পর্কে মুখ খুললেন তামিমদের কোচ

ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলা অনেকের জীবনের গতিপথই পাল্টে দিয়েছে। এই হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। যে কারণে তৃতীয় টেস্ট বাতিল করে দেশে ফিরে এসেছেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা। দেশে পা রাখার পর তামিম নিজেই বলেছেন, এই ঘটনা ভুলতে তাদের অনেক সময় লাগবে। বাংলাদেশ দলের স্পিন কোচ সুনীল যোশিও মনে করছেন, ভয়াবহ এই ঘটনার ধাক্কা কাটিয়ে উঠতে সময় লাগবে ক্রিকেটারদের। এ জন্য ক্রিকেট থেকে অন্তত কিছুদিন দূরে থাকা উচিত।

ভারতের সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ যোশির এসব কথা নিয়ে প্রতিবেদন করেছে। ক্রাইস্টচার্চে সেই সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহত হওয়ার পাশাপাশি আহতও হয়েছেন অনেকে। বাংলাদেশ দলের ক্রিকেটাররা যে মসজিদে জুমার নামাজ আদায় করতে গিয়েছিলেন, হামলা হয়েছে সেই মসজিদেই। এরপর ক্রিকেটাররা দেশে ফিরলেও যোশি তাদের সঙ্গে আসেননি। তিনি গিয়েছেন জন্মভূমি ভারতে। সেখানে সংবাদমাধ্যমের সঙ্গে এই হামলা নিয়ে কথা বলেছেন ভারতের সাবেক এই স্পিনার।

ঘটনার সময় টিম হোটেলে ছিলেন যোশি। তিনি বলেন, ‘দলের ম্যানেজার খালেদ মাসুদ ফোন করলে প্রথম এটা জানতে পারি। তিনি জানান, মসজিদে গোলাগুলি হচ্ছে, আমাদের কারও হোটেলের বাইরে যাওয়া উচিত হবে না। দলের বাকিদের সঙ্গে আমি হোটেলে ছিলাম, কারণ স্টেডিয়ামে মধ্যাহ্নভোজ করতে চাইনি। মধ্যাহ্নভোজের পর সংবাদ সম্মেলন এবং নামাজ শেষে হোটেলে আমাদের নিতে আসার কথা ছিল টিম বাসের।’

৪৮ বছর বয়সী যোশি জানান, বাংলাদেশ দলের খেলোয়াড়েরা ভীত-সন্ত্রস্ত হয়ে হোটেলে ফেরার পর তাদের সান্ত্বনা দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। যোশির ভাষায়, ‘তারা সবাইকে বুকে জড়িয়ে নিয়ে কেঁদেছে। রাস্তায় পরে থাকা লাশ, রক্তাক্ত শরীরে আহতদের আর্তনাদ—এসব দৃশ্য তাড়া করে ফিরেছে ওদের। দেশে ফেরার আগে আমরা দলীয় কামরায় একত্র হই। মাঝরাত পেরিয়ে যাওয়ার আগ পর্যন্ত ওখান থেকে কেউ নিজের কামরায় ফিরতে চায়নি।’

যোশি মনে করেন, সেদিন হামলা থেকে বাংলাদেশের ক্রিকেটারদের প্রাণে বেঁচে যাওয়ায় ভাগ্য বড় ভূমিকা রেখেছে। আর সেই নারী, যিনি তামিমদের মসজিদে ঢুকতে নিষেধ করেছিলেন। ‘ভাগ্য সেদিন অনেক বড় ভূমিকা রেখেছে। তৃতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলন শেষ হতে একটু দেরি হয়েছিল। এতে খেলোয়াড়দের মসজিদে যেতেও দেরি হয়। এ ছাড়া সেই নারী, যিনি ক্রিকেটারদের সাবধান করে তাদের জীবন বাঁচিয়েছেন’, বলেন ৪৮ বছর বয়সী এই স্পিন কোচ।

ভয়াবহ এই হামলার ধাক্কা কাটিয়ে উঠতে ক্রিকেটারদের কিছুদিন খেলা থেকে দূরে থাকা উচিত বলেও মনে করেন যোশি। বিশেষ করে সৌম্য সরকার ও লিটন দাসের মতো দলের চার-পাঁচজন তরুণ ক্রিকেটারের। যোশির ভাষায়, ‘দল কিসের মধ্য দিয়ে যাচ্ছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। খেলোয়াড় থেকে স্টাফরাও মানসিকভাবে বিধ্বস্ত অবস্থায় রয়েছে, যা কাটিয়ে উঠতে সময় লাগবে। এসব ক্ষেত্রে সময়ই সেরা ওষুধ।’
গোনিউজ২৪

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ