ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টাইগারদের নিয়ে কোহলি-সরফরাজের বার্তা


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: মার্চ ১৫, ২০১৯, ০৪:৪৪ পিএম আপডেট: মার্চ ১৫, ২০১৯, ০৫:২৭ পিএম
টাইগারদের নিয়ে কোহলি-সরফরাজের বার্তা

ক্রাইস্টচার্চের মসজিদে যখন গোলাগুলি চলছে, বাংলাদেশ দলের বাস তখন মসজিদের ৫০ গজের কাছেই ছিল। গুলিবিদ্ধ, রক্তাক্ত মানুষদের ছুটে বেরিয়ে আসতে দেখেছে দল। দলীয় ম্যানেজার খালেদ মাসুদ জানিয়েছেন, আর ৩-৪ মিনিট আগে পৌঁছালে মসজিদের ভেতরই থাকতেন তারা।

হামলার পর ইতিমধ্যেই বাতিল করা হয়েছে বাংলাদেশ-নিউ জিল্যান্ড সিরিজের শেষ টেস্ট। ফ্লাইট সূচি ও টিকিট মিলিয়ে যত দ্রুত সম্ভব দল দেশে ফিরবে, নিশ্চিত করেছেন ম্যানেজার।

এমন ভয়াবহ ঘটনার পর পুরো বিশ্বের মতো ক্রিকেটাঙ্গন জুড়েও শোকের ছায়া নেমে এসেছে। বিশ্বের অনেক সাবেক ও বর্তমান দেশি-বিদেশি ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তা দিয়েছেন।

কোহলির টুইট

নিন্দা জানানোর পাশাপাশি বাংলাদেশ দল নিরাপদে থাকায় স্বস্তি প্রকাশ করেছে ভারত-পাকিস্তানের অধিনায়ক বিরাট কোহলি ও সরফরাজ আহমেদ। এক টুইট বার্তায় কোহলি লেখেন, ‘আতঙ্কজনক এবং দুঃখজনক ঘটনা। ক্রাইস্টচার্চে এই কাপুরুষের মতো হামলায় আমার মন ভারাক্রান্ত। তবুও ভাবছি বাংলাদেশ দলটি ভালো আছে, তারা নিরাপদে আছে।’

সরফরাজ আহমেদের টুইট

এদিকে হামলার ঘটনা ও বাংলাদেশ দলকে নিয়ে বার্তা দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদও। তিনি বলেন, নিউজিল্যান্ডের মসজিদে হামলার ঘটনা খুবই দুঃখজনক। হামলার ঘটনায় নিহতদের পরিবারের জন্য দোয়া ও সমবেদনা। মানবতা হারিয়ে গেছে। এটা ছিল প্রার্থনার জায়গা। আল্লাহকে ধন্যবাদ বাংলাদেশ দল নিরাপদে আছে।

উল্লেখ্য, ক্রাইস্টচার্চের ১৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্ট বাতিল করা হয়েছে। যতদ্রুত সম্ভব ক্রিকেটারদের দেশে ফেরানোর জন্য কাজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গোনিউজ২৪/এআরএম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ