ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যুদ্ধের অবস্থান পরিবর্তন, ইমরানের কাছে হরভজনের আবেদন


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০১৯, ০৩:১২ পিএম আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০১৯, ০৯:১২ এএম
যুদ্ধের অবস্থান পরিবর্তন, ইমরানের কাছে হরভজনের আবেদন

কাশ্মীরের পুলওয়ামায় হামলায় নিহত হয় ভারতীয় নিরাপত্তা বাহিনী ‘সিআরপিএফ’-এর ৪৯ জন সদস্য।এরপর ভারতের সন্দেহের তীর পাকিস্তিানের দিকে।উত্তেজনা ক্রমশ বাড়ছে পাকিস্তান ও ভারতের মধ্যে। এরই মধ্যে প্রতিবাদ জানিয়েছে ভারতীয় ক্রিকেটাররা। অনেকে যুদ্ধের ঘোষণাও দিয়েছেন।সেই ধারাবাহিকতায় বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের দাবি জানিয়েছিলেন হরভজন সিংহ। এবার তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আবেদন জানালেন।

শুরু থেকেই এই হামলার কথা অস্বীকার করে আসছে ইসলামাবাদ।এরপর যখন ভারত আরো উত্তপ্ত হয়, উত্তরে কড়া কথাই বলেন ইমরান।তিনি বলেন, ‘কোনো প্রমাণ ছাড়া বারবার পাকিস্তানের ওপর দোষারোপ করা বন্ধ করুন। পাকিস্তানের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে, ভারতের এমন যেকোনো দুঃসাহসিকতার জবাব দেওয়া হবে।’ ভারতের সঙ্গে সংলাপের আহ্বান জানিয়ে তিনি বলেন, তাঁর সরকার হামলার ঘটনার তদন্তে দিল্লির সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত।

পরে সীমান্তে সন্ত্রাস বন্ধ করার জন্য একদা পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানকে তৎপর দেখতে চাইছেন বর্ষীয়ান অফস্পিনার। হরভজন সিংহ বলেছেন, ‘এই ইস্যুতে ইমরানের কাছে কড়া পদক্ষেপ দেখতে চাইছি। আর এগুলো কীভাবে সামলাতে হয়, তা ইমরানের ভালই জানা রয়েছে।’

এখানেই থামেননি তিনি। বলেন, ‘রাজনৈতিকভাবে এই ইস্যুগুলো কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়, তা বোঝার পক্ষে আমরা নিতান্তই শিশু। তবে এগুলোর একটা শেষ হওয়া দরকার। আমাদের যেন একজনও সেনা প্রাণ না হারায়। প্রত্যেক সেনাই কারো সন্তান, কারো ভাই। প্রিয়জনকে হারানোর যন্ত্রণা একমাত্র সেই পরিবারই উপলব্ধি করতে পারে।’

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ