ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

রেকর্ডময় ইনিংস গুঁড়িয়ে বিশ্বকাপে সবাইকে ‘হুঁশিয়ারি’ ইংল্যান্ডের


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০১৯, ১২:১৪ পিএম
রেকর্ডময় ইনিংস গুঁড়িয়ে বিশ্বকাপে সবাইকে ‘হুঁশিয়ারি’ ইংল্যান্ডের

দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ।আর বাকি মাত্র ৯৬ দিন।এখন থেকেই চলছে প্রস্তুতি।সাবেক থেকে বর্তমান অনেক ক্রিকেটারই জানালেন বিশ্বকাপে এগিয়ে কোন দল।তবে ময়দানি লড়াইয়ে সবাইকে ‘হুঁশিয়ারি’ দিয়ে রাখল ইংল্যান্ড।

‘ড্রপ ইন’ উইকেটে চার-ছক্কার সমাহারে প্রচুর রান উৎসব হবে। আর এই উৎসব জয়ে ইংল্যান্ড কেন ফেবারিট, তার একটি উদাহরণ দেখা গেল কাল ব্রিজটাউনে। ৮ উইকেটে ৩৬০ রানের পাহাড় গড়ার পথে ২৩টি ছক্কা মেরেছে ক্যারিবীয় জ্যাসন হোল্ডারের দল। কিন্তু ইংল্যান্ড এই রানপাহাড়ও টপকে জানিয়ে রাখল, এবার তাদের ঘরের মাঠে বিশ্বকাপ অন্য রকম হতে যাচ্ছে।

ওয়েস্ট ইন্ডিজের এই রানপাহাড় ইংল্যান্ড টপকেছে গোটা ইনিংসে মাত্র ৬ ছক্কা হাঁকিয়ে, কিন্তু তাদের ব্যাটিং দেখে কখনোই মনে হয়নি, জয়টা হাতছাড়া হতে পারে।

দিন কয়েক আগে ব্যাটিং দানব ঘোষণা দিয়েছেন বিশ্বকাপের পরই ওয়ানডে ছাড়বেন।সুতরাং ঘরের মাঠে এটাই তার শেষ সিরিজ। এই শেষের শুরুতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলকে জয় তুলে নেওয়ার মতো পুঁজি এনে দিয়েছিলেন গেইল। অন্তত গেইলের বিশ্বাস ছিল জয়ের ব্যাপারে। দলের ইনিংস শেষে বুঝিয়েও দিয়েছেন সে কথা, ‘ওয়েস্ট ইন্ডিজের পতাকা উঁচিয়ে ধরো। ঘরের মাঠে এটাই আমার শেষ সিরিজ। এত উঁচিয়ে ধরো, সবাই যেন তা দেখার সুযোগ পায়। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তবে নিজেদের দিনে যেকোনো দলই ৩৬০ তাড়া করতে পারে।’ গেইল যদি জানতেন ওয়েস্ট ইন্ডিজ ছক্কা মারার রেকর্ড গড়লেও দিনটা আসলে ইংল্যান্ডের! 

পাহাড়সম রান তাড়া করতে নেমে রয়-রুটরা বুঝতেই দেননি লক্ষ্য আসলে এতটা কঠিন।রান উৎসবের এই ম্যাচে ইংল্যান্ড জিতেছে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড গড়ে। সেটিও আবার ৮ বল হাতে রেখে। জোড়া সেঞ্চুরি করেছেন জ্যাসন রয় (১২৩) ও জো রুট (১০২)।

হারের আগে ওয়েস্ট ইন্ডিজ রানপাহাড়ে উঠেছে গেইলের প্রযোজনায়। অথচ গেইলের শুরুটা ঠিক স্বভাবসুলভ ছিল না। সেঞ্চুরি তুলে নেওয়ার পথে প্রথম ৫০ বলে ১ ছক্কায় করেছিলেন ২১ রান। আর পরের ৫০ বলে ৭৯। এই অর্ধে মেরেছেন ৩ চার ও ৭ ছক্কা। ১৩৫ রান করার পথে সব মিলিয়ে মেরেছেন ১২ ছক্কা। আর এই পথে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডও গড়েছেন এই ক্যারিবীয় ‘ইউনিভার্স বস’। শহীদ আফ্রিদির ৪৭৬ ছক্কার রেকর্ড পেছনে ফেলে ৪৭৭ ছক্কা মারার নতুন রেকর্ড গড়লেন গেইল। আন্তর্জাতিক ক্রিকেটে নির্দিষ্ট একটি দলের বিপক্ষে সর্বোচ্চ ১০০ ছক্কা (ইংল্যান্ড) হাঁকানোর রেকর্ডও গড়েছেন গেইল।

দলের ইনিংস শেষে গেইল নিজেই বলেছেন, ‘এটি আমার অন্যতম সেরা ইনিংস। ক্যারিয়ারে তাকালে দেখবেন এভাবে কখনো শুরু করিনি। কিন্তু শুরু নয় কীভাবে শেষ করলেন সেটাই বড় কথা।’ তা বটে, ওয়েস্ট ইন্ডিজ রানপাহাড় গড়ে ভালো শুরু করলেও রয়-রুটের দুটি করে ক্যাচ ছাড়ার খেসারত গুনে জয় দিয়ে শেষ করতে পারেনি। ঠিক যেভাবে গেইলও ব্যক্তিগত ৯ রানে ‘জীবন’ পেয়ে তা কাজে লাগিয়েছেন সেঞ্চুরি করে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দল তা সার্থক করতে পারেনি। ইংল্যান্ড পেরেছে, রয়-রুটের জোড়া সেঞ্চুরিকে জয় দিয়ে শেষ করতে। 

সতরাং বলা যায় ইংল্যান্ড এবং ওয়ালসে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসরে কাউকে সেহজে ছেড়ে দিবে না ইংলিশরা।পূর্ব বার্তা এমনটারই আভাস দেয়।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ