ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অঝোড়ে কাঁদলেন নেইমার


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০১৯, ১০:৩২ এএম
অঝোড়ে কাঁদলেন নেইমার

ইনজুরি পিছু ছাড়ছে না নেমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়রের।তবে সদ্য পাওয়া চোটে অকেনটা ভেঙে পড়েছেন বিশ্বের দামি ফুটবলার।আর যার কারণে টানা দুই দিন ধরে কেঁদেছিলেন তিনি। ব্রাজিলীয় তারকা পুরনো চোটের জায়গায় নতুন করে আঘাত পান জানুয়ারি মাসে। এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নেইমার জানিয়েছেন, এ বারের সমস্যা নাকি আরও জটিল।

প্যারিস সাঁ জারমার (পিএসজি) প্রধান ভরসা নেইমার এই সাক্ষাৎকারে বলেছেন, ‘প্রথম বার নিজের দোষেই চোট পেয়েছিলাম। তবু নিজেকে বলেছিলাম, দ্রুত অস্ত্রোপচার করিয়ে সমস্যার সমাধান করে ফেলতে হবে। সে ভাবে মন খারাপও হয়নি।কিন্তু নতুন করে আবার একই জায়গায় চোট পেয়ে সত্যিই ভেঙে পড়েছিলাম। এই ধাক্কাটা আমার পক্ষে সামলানো কঠিন ছিল। বাড়িতে বসে দু’দিন ধরে আমি কেঁদেছিলাম।’

ফরাসি কাপে পিএসজি’র ম্যাচে নেইমার পায়ের একই জায়গায় নতুন করে চোট পান। সেটা গত মাসের ২৩ তারিখ। মেডিক্যাল পরীক্ষার পরে জানা যায়, অন্তত দশ সপ্তাহ তিনি মাঠে নামতে পারবেন না। পিএসজি আশা করছে, এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে তিনি খেলতে পারবেন। ক্লাবের মেডিক্যাল কর্মীরা এবার অস্ত্রোপচার না করেই চিকিৎসার পক্ষপাতী। সেই মতো চিকিৎসাও চলছে।

এ দিকে, নেইমারের পিএসজি ছেড়ে আবার লা লিগার ক্লাবে ফেরার সম্ভাবনা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। একটি সূত্রের দাবি, তিনি বার্সেলোনায় ফিরতে পারেন। অন্য সূত্র বলছে, রিয়াল মাদ্রিদ এই দৌড়ে এগিয়ে আছে।

তবে সব কিছু উড়িয়ে দিলেন নেইমারের বাবা।তিনিবলেছেন, ‘আপাতদৃষ্টিতে দেখলে মনে হতে পারে আমার ছেলের বর্তমান আর ভবিষ্যৎ প্যারিসেই। কিন্তু ফুটবলে ভবিষ্যৎ নিয়ে কিছু বলা কঠিন। যে কোনও মুহূর্তে ছবিটা বদলে যেতে পারে।’ 

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ