ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সেরা তারকাদের ছাড়াই পিএসজি’র গোল উৎসব


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০১৯, ০৯:৪৩ এএম
সেরা তারকাদের ছাড়াই পিএসজি’র গোল উৎসব

নেইমার যে দলে নেই তা বুঝতেই দিচ্ছেন না এমবাপে-কাভানিরা।ইনজুরির কারণে দীর্ঘ সময়ের ছিটকে গেছেন দলের প্রাণ ভোমরা।কিন্তু পিএসজির খেলা দেখে কে বলবে, এই দলের বড় কোন তারকা খেলছেন না? নেইমার-কাভানির না থাকলেও যে পিএসজি শক্তিশালী তার প্রমাণ নিয়মিতই দিয়ে যাচ্ছেন এমবাপেরা।গতকাল মোঁপেলিয়েকে ৫-১ গোলে হারিয়েছে টমাস তুখেলের দল।

দলের হয়ে গোল করেছেন কিলিয়ান এমবাপে। পাশাপাশি জালের দেখা পেয়েছেন তিন সতীর্থ পান আনহেল ডি মারিয়া, ক্রিস্তোফা এনকুনকু ও লেইভিন কুরজাওয়া। বাকি গোলটি এসেছে প্রতিপক্ষের ভুলে। মোঁপেলিয়ের হয়ে একমাত্র গোলটি করেন ফ্লোরেন্ট মলেট।

এদিন ম্যাচের ১৩তম মিনিটেই দলকে এগিয়ে নেন লেইভিন কুরজাওয়া। তবে ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৩১তম মিনিটে ফ্রি-কিকে দলকে মোঁপেলিয়েকে সমতায় ফেরান মলেট।

মোঁপেলিয়ের সমতায় ফেরার স্বস্তি অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধের যোগ করা সময়ে প্রায় ৩০ গজ দূর থেকে দুর্দান্ত এক ফ্রি-কিকে পিএসজিকে আবারও এগিয়ে দেন ডি মারিয়া। বল ক্রসবারে লেগে ভিতরে ঢোকে।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে এমবাপের জোরালো শট দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন গোলরক্ষক। তবে একচেটিয়া আক্রমণ করতে থাকা পিএসজি ছয় মিনিটের মধ্যে তিনবার জালে বল পাঠিয়ে ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

৭৩তম মিনিটে তৃতীয় গোলটি করেন ফরাসি মিডফিল্ডার এনকুনকু। পাঁচ মিনিটের মাথায় প্রতিপক্ষের আত্মঘাতি গোলে চতুর্থ গোলটি পায় পিএসজি। আর শেষের দিকে ৭৯তম মিনিটে পঞ্চম গোলটি করে বড় জয় নিশ্চিত করেন এমবাপে। চলতি লিগে ফরাসি ফরোয়ার্ডের এটি তার সর্বোচ্চ ২০তম গোল।

২৪ ম্যাচে ২১ জয় ও দুই ড্রয়ে শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ৬৫। এক ম্যাচ বেশি খেলা লিল ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। তিন নম্বরে থাকা লিওঁর পয়েন্ট ৪৬।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ