ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চরম উত্তেজনার ম্যাচে জুভেন্টাসের হার


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০১৯, ০৯:২৮ এএম
চরম উত্তেজনার ম্যাচে জুভেন্টাসের হার

আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনা ছড়ানো ম্যাচে গোলের দেখা মিলছিল না কোন ভাবেই। অবশেষে গোল হলো, রোনালদোর জুভেন্টাস উড়ে গেল।মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানোতে বুধবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ২-০ গোলে জেতে দিয়েগো সিমেওনের দল।

ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের বুকের ধুকপুকানি বাড়িয়ে দিয়েছে জুভেন্টাস।প্রথম চার মিনিটেই দুটি সুযোগ পায় ইতালিয়ান ক্লাবটি।কিন্তু জালে বল জড়াতে পারেননি।এরপর নবম মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে রোনালদোর নেওয়া ফ্রি-কিকে শেষ মুহূর্তে এক হাত দিয়ে বল ক্রসবারের উপর দিয়ে বাইরে পাঠান গোলরক্ষক ইয়ান ওবলাক। দ্বিতীয়বার কর্নারে লিওনার্দো বোনুচ্চির হেড অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।

২৯তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় আতলেতিকো। ডি-বক্সের ঠিক বাইরে থেকে অঁতোয়ান গ্রিজমানের ফ্রি-কিক কর্নারের বিনিময়ে ঠেকান জুভেন্টাস গোলরক্ষক।

গোল শূন্য রেখে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে আতলেতিকোর এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট হয়। বল পায়ে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে একা পেয়েছিলেন দিয়েগো কস্তা। কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট নিয়ে হতাশ করেন ব্রাজিলে জন্ম নেওয়া স্পেনের এই স্ট্রাইকার। তিন মিনিট পর গ্রিজমানের দারুণ একটি লব ক্রসবারে বাধা পেলে ফের বেঁচে যায় অতিথিরা।

৭০তম মিনিটে হেডে বল জালে পাঠিয়েছিলেন খানিক আগে বদলি নামা আতলেতিকোর ফরোয়ার্ড আলভারো মোরাতা। তবে হেড নেওয়ার আগ মুহূর্তে তিনি ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনিকে ধাক্কা দেওয়ায় ভিএআরের সাহায্যে ফাউলের বাঁশি বাজান রেফারি।

গোলের অপেক্ষা শেষ হয় ৭৮তম মিনিটে। কর্নারে মোরাতার হেড ঠেকিয়ে দেন মারিও মানজুকিচ কিন্তু বিপদমুক্ত করতে পারেননি তিনি। আলগা বল জোরালো শটে ঠিকানায় পাঠান হিমেনেস।

পাঁচ মিনিট পর আরেকটি সেটপিস থেকে ব্যবধান দ্বিগুণ করে আতলেতিকো। ডান দিক থেকে গ্রিজমানের নেওয়া ফ্রি-কিক জুভেন্টাসের খেলোয়াড়রা বিপদমুক্ত করতে ব্যর্থ হলে আলগা বল পেয়ে দুরূহ কোণ থেকে শট নেন গদিন। বল রোনালদোর গায়ে লেগে জালে জড়ায়।

শেষ দিকে মূল্যবান একটি অ্যাওয়ে গোল আদায় করে নেওয়ার সুযোগ পেয়েছিলেন রোনালদো। কিন্তু সতীর্থের গোলমুখে উঁচু করে বাড়ানো বলে ঠিকমতো মাথা ছোঁয়াতে পারেননি পর্তুগিজ ফরোয়ার্ড।

হারের ধাক্কা কাটিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার আশায় আগামী ১২ মার্চ ফিরতি পর্বে ঘরের মাঠে খেলতে নামবে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

শেষ ষোলোর প্রথম পর্বে একই সময়ে শুরু হওয়া আরেক ম্যাচে জার্মান ক্লাব শালকের মাঠে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ