ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিউজিল্যান্ডে আম্পায়ারকে লাথি, ভেঙে গেছে নাকও!


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০১৯, ০৩:৩০ পিএম আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০১৯, ০৩:৩২ পিএম
নিউজিল্যান্ডে আম্পায়ারকে লাথি, ভেঙে গেছে নাকও!

ক্রিকেটের মাঠে এমন হরহামেশাই হয়ে থাকে।বাংলাদেশেও ঘটে থাকে সাধারনত। বাংলাদেশ-নিউজিল্যান্ডের ম্যাচে নয়, ক্লাব-ক্রিকেটে।জাতীয় পর্যায়ে এমনটা হয় না।নিউজিল্যান্ডের স্থানীয় দুই দলের ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে হয়ে গেছে হাতাহাতি। এক খেলোয়াড়ের উপর্যুপরি লাথি খেয়েছেন সে ম্যাচের আম্পায়ার।

ন্যক্কারজনক এই ঘটনা ঘটেছে পারাপারাউমু-ওয়ারারোয়া ক্লাব দুটির ম্যাচে। সেই ম্যাচে পারাপারাউমু ক্লাবের এক খেলোয়াড় ছিলেন আম্পায়ারের ভূমিকায়। ম্যাচ চলাকালে সেই খেলোয়াড় কাম আম্পায়ারের একটি সিদ্ধান্ত মেনে নিতে পারেনি ওয়ারারোয়ার খেলোয়াড়েরা। একপর্যায়ে ওয়ারারোয়ার এক খেলোয়াড় তিনটি লাথি মারেন আম্পায়ারকে। এই ঘটনায় প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম ‘স্টাফ’ জানিয়েছে, গোটা ব্যাপারটাই ছিল ‘ভীষণ হিংস্র’। 

প্রত্যক্ষদর্শীর বক্তব্য অনুযায়ী, আম্পায়ারকে এক খেলোয়াড় আচমকা ঘুষি মেরে মাঠে ফেলে দেওয়ার পর তাকে তিনটি লাথি মেরেছেন আরেক খেলোয়াড়।নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ওয়ারারোয়ার খেলোয়াড়দের আচরণ ছিল ‘জঘন্য’। ‘সম্ভবত তার নাক (আম্পায়ার) ভেঙে গেছে। ওয়ারারোয়ার তিন-চারজন খেলোয়াড় তাকে লাথি মেরেছেন’—বলেন সেই প্রত্যক্ষদর্শী।

শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। নিউজিল্যান্ড ক্রিকেটের জনসংযোগ কর্মকর্তা রিচার্ড বুক জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। ক্রিকেট মাঠে শারীরিক আঘাতের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে অফিশিয়ালদের ঘাটতি রয়েছে। এ কারণে খেলোয়াড়দের প্রায়ই আম্পায়ারের ভূমিকায় দেখা যায়। ম্যাচে দুই দলের খেলোয়াড়েরাই অফিশিয়ালের ভূমিকা পালন করে থাকেন।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ