ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এবার ব্রাজিলিয়ান ডিফেন্ডারের সাথে চুক্তি সম্পন্ন বার্সার


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০১৯, ০১:২৪ পিএম আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০১৯, ০১:২৭ পিএম
এবার ব্রাজিলিয়ান ডিফেন্ডারের সাথে চুক্তি সম্পন্ন বার্সার

মেসির ক্যারিয়ার প্রায় শেষের দিকে।তাই বার্সাকে আগে থেকে শক্তিশালী করতে মরিয়া মালিক কর্তপক্ষ।যা তাদের বিভিন্ন কর্মকাণ্ডে বিশেষ ভাবে পরিলক্ষিত হয়। গত দেড় মাসে এরই মধ্যে চারজনকে কিনেছে দলটি।

এবার নতুন করে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ভিতাওয়ের সঙ্গে চুক্তি সম্পন্ন করতে যাচ্ছে স্প্যানিশ লিগের ক্লাবটি। বার্সার নতুন এই সওদার নাম ভিতাও। বাড়ি ব্রাজিলে। হ্যাঁ, এবার ব্রাজিলের ১৯ বছর বয়সী এই তরুণ ডিফেন্ডারকে দলে ভেড়াল বার্সেলোনা।

কথা-বার্তা পাক্কা। আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে স্বাক্ষর করতে ভিতাও এবং তার প্রতিনিধি এরই মধ্যে বার্সেলোনায় পা রেখেছেন। স্পেনের জনপ্রিয় ক্রীড়া দৈনিক মার্কার খবর, বার্সেলোনায় পৌঁছানোর পর চুক্তিটাও সেরে ফেলেছেন ভিতাও।ৎ

ভিতাও

ন্যু ক্যাম্পের সবশেষ চুক্তি হিসেবে পালমেইরাস থেকে কাতালান ক্লাবটিতে আসবেন তিনি ছয় ফুট লম্বা এই ব্রাজিলিয়ান।দৌড়াতে পারেন ষাঁড়ের মত।তাই এমন প্রতভিাধর ফুটবলারকে দলে ভেড়াতে একটু চিস্তা করেনি বার্সা।

আপাতত বার্সেলোনার ‘বি’ দলের সাথে খেলবেন ভিতাও। কাতালান ক্লাবটির তরুণ দল থেকে অভিজ্ঞতা নিতে চাইছেন ব্রাজিলিয়ান এ ডিফেন্ডার। তাকে দলে ভিড়িয়ে নিজের খেলোয়াড় তালিকাকে আরো সমৃদ্ধ করতে আগ্রহী রয়েছেন বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে।

বর্তমানে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলছেন ভিতাও। সাধারনত সেলেসাওদের হয়ে সেন্টার ব্যাকের ভূমিকায় দেখা যায় ভিতাওকে। তবে কখনো কখনো ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তিনি।

ব্রাজিলে বার্সেলোনার স্কাউট দলের প্রধান অ্যান্ড্রি কারি এই ভিতাওকে আবিষ্কার করেছেন। তবে, এই তরুণকে কিনতে বার্সেলোনাকে ঠিক কত টাকা ঢালতে হচ্ছে, সেটা এখনো জানা যায়নি। চুক্তিটা যেমন তলেতলে হয়েছে, চুক্তির অঙ্কটাও রাখা হয়েছে গোপন। তবে সময়ের ব্যবধানে অঙ্কটা নিশ্চয় আর গোপন থাকবে না!
 

 
গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ