ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিঠুন–মুশফিক অনিশ্চিত, উড়িয়ে নেয়া হলো লিটল মাস্টারকে


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০১৯, ০৩:২৭ পিএম আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০১৯, ০৯:২৭ এএম
মিঠুন–মুশফিক অনিশ্চিত, উড়িয়ে নেয়া হলো লিটল মাস্টারকে

এক দুর্দান্ত বিপিএল শেষ করে নিউজিল্যান্ড উড়াল দিয়েছে মাশরাফিরা।আর সেখানে গিয়ে যেন পথ হারিয়েছে তামিম-মুশফিকরা।কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইতিমধ্যে দুই ম্যাচেই হেরেছে অতিথিরা।এমন শোচনীয় পরাজয়ে এমনিতেই বিপর্যস্ত বাংলাদেশ দল, এর মধ্যে আবার দলে হানা দিয়েছে চোট। 

মাশরাফিরা দেশ ছাড়ার আগে দুঃসংবাদ দিলেন সাকিব।ইনজুরির কারণে তিনি সিরিজ থেকেই ছিটকে গেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের  দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মোহাম্মদ মিঠুন। সেই তালিকায় নতুন যোগ হয়েছেন মুশফিকুর রহিম। প্রথম দুই ম্যাচে রান যা করার মিঠিনই করেছেন। দুই ম্যাচে দুটি হাফ সেঞ্চুরি। সিরিজে বাংলাদেশের হাফ সেঞ্চুরিও এই দুটিই। সেই মিঠুনকে হারিয়ে ফেলাটাই যথেষ্ট বড় ক্ষতি হতো। এর সঙ্গে মুশফিকুর রহিমকে নিয়েও শঙ্কার কারণে আগামী বুধবারের ম্যাচে বাংলাদেশের একাদশ সাজানো নিয়েই এখন মহা দুশ্চিন্তা।

মুশফিক দ্বিতীয় ম্যাচের সময় পাঁজরের একপাশে ব্যথা অনুভব করেছেন। তবুও কি তিনি বসে থাকার পাত্র।প্রতিশোধের নেশা বুকের মধ্যে।তাই তো বলেছেন, দুই ম্যাচে ব্যর্থতা তৃতীয় ম্যাচে পুষিয়ে দেব। এরপরই আসে দুঃসংবাদ।বুকের ব্যাথা আরো বেড়ে গেছে। গত ১০ ফেব্রুয়ারি প্রস্তুতি ম্যাচের সময়ই বুকের আগের ব্যাথায় লেগেছে টান। তা স্ক্যান করলেই তো জানা যায়, সেটি কতটা গুরুতর।

এই স্ক্যান করা নিয়েই হয়েছে সমস্যা। মোহাম্মদ মিঠুন ও মুশফিকুর রহিম দুজনেরই কাল স্ক্যান করানোর কথা ছিল। কিন্তু বিস্ময়কর হলেও সত্যি, সিরিয়াল পাওয়া যায়নি! গতকাল ব্যর্থ হওয়ার মিঠুন আর মুশফিক তাই আশা করছেন, আগামীকাল হয়তো স্ক্যান করানো যাবে। সেই স্ক্যান কী বলে, সেটির ওপরই নির্ভর করছে মুশফিকের খেলা না-খেলা।

মিঠুনকে নিয়ে সেই অনিশ্চয়তা নেই। তৃতীয় ওয়ানডেতে তার খেলতে পারার সম্ভাবনা বলতে গেলে শূন্য। ফিজিও প্রাথমিক যে ধারণা দিয়েছেন, বরং বলা ভালো আশা করছেন, তাতে মিঠুনের হ্যামস্ট্রিংয়ের চোটটা গ্রেড ওয়ান পর্যায়ের। এই আশাবাদ সত্যি হলেও মিঠুনকে কমপক্ষে সাত দিন মাঠের বাইরে থাকতে হবে। আজ দুপুরে টিম হোটেলের সামনে দেখা হওয়ার পর নিজেই বললেন, ‘এখন আশা করছি, প্রথম টেস্টের আগে যেন ফিট হতে পারি।’

তাই বুঝাই যাচ্ছে মিঠুনের ফেরার বিষয়টা। মুশফিকের স্ক্যানেও যদি গুরুতর কিছু ধরা পড়ে? তাহলে তো বাংলাদেশের একাদশ সাজানোই মুশকিল। এ কারণেই জরুরি ভিত্তিতে কাল ক্রাইস্টচার্চ থেকে উড়িয়ে আনা হচ্ছে মুমিনুল হককে। 

বিপিএলের কারণে ওয়ানডে দলের অনেকে দেরিতে আসায় একদিনের প্রস্তুতি ম্যাচের এগারোজন পূর্ণ করতে ৬ ফেব্রুয়ারি প্রথম দলের সঙ্গেই নিউজিল্যান্ডে চলে এসেছিলেন মুমিনুল। 

মোহাম্মদ মিঠুনের খেলতে না পারাটা তো মোটামুটি নিশ্চিতই। মুশফিকুর রহিম পারবেন বলেই আশা করছে বাংলাদেশ দল। কিন্তু শেষ পর্যন্ত তিনিও যদি না পারেন, তাহলে মুমিনুল ওয়ানডেতে আবারও একটা সুযোগ পাচ্ছেন। বেশ কিছুদিন ধরে এমন তালেগোলেই তো তার ওয়ানডে খেলা!

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ