ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোনালদো-দিবালার নৈপুণ্যে জুভেন্টাসের দাপুটে জয়


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০১৯, ০৯:২৭ এএম আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০১৯, ০৯:৩৭ এএম
রোনালদো-দিবালার নৈপুণ্যে জুভেন্টাসের দাপুটে জয়

জুভেন্টাসে যোগ দিয়ে শুরুটা ভালো হয়নি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর।নিজেকে যেন খুঁজেই পাচ্ছেন না এই গোল মেশিন।অবশেষে ছন্দে ফিরলেন।গোল করছেন, করাচ্ছেন এবং দলকে জয়ের আনন্দে ভাসাচ্ছেন।এখন নিয়মিতই গোল করে চলেছেন সিআর সেভেন।রোনালদোর সৌজন্যে ঘরের মাঠে শুক্রবার রাতে পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলের দলটিকে ৩-০ গোলে হারায় মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির শিষ্যরা। 

ফ্রোজিনোনকে উড়িয়ে দেয়ার দিনে জালের দেখা পেয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালাও। অন্য গোলটি করেছেন ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি।

ঘরের মাঠে একচেটিয়া আধিপত্য বজায় রেখেছে জুভেন্টাস।ম্যাচের ষষ্ঠ মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দিয়েছিলেন দিবালা। রোনালদোর পাস থেকে ২০ গজ দূর থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

দশ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন বোনুচ্চি। দিবালার কর্নার থেকে মারিও মানজুকিচের হেড ফিরিয়ে দিয়েছিলেন অতিথি গোলরক্ষক। ফিরতি বল পেয়ে জালে পাঠান বোনুচ্চি।

প্রথমার্ধের খেলা শেষ হয় ২-০ স্কোর লাইনে রেখে। বিরতি শেষে ফের স্বাগতিকদের হানা। ৬৩তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন রোনালদো। মানজুকিচের পাস থেকে বল জালে জড়ান পর্তুগিজ মহাতারকা।

এই নিয়ে লিগে শেষ চার ম্যাচেই গোলের দেখা পেলেন রোনালদো। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রোনালদোর গোল-সংখ্যা দাঁড়াল ২১টি।

তিন মিনিট পরেই রোনালদোকে তুলে ফেদেরিকো বের্নারদেস্কিকে নামান কোচ। ৮২তম মিনিটে ইতালিয়ান এই ফরোয়ার্ডের শট গোলরক্ষক ঠেকিয়ে দিলে ব্যবধান আর বাড়েনি।

২৪ ম্যাচে ২১ জয় ও তিন ড্রয়ে শীর্ষে থাকা জুভেন্টাসের পয়েন্ট ৬৬। এক ম্যাচ কম খেলা নাপোলি ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। তৃতীয় স্থানে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৪৩।

গোনিউজ২৪/এএস
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ