ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারত নয়, পন্টিংয়ের বিশ্বকাপে ফেভারিট...


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০১৯, ০৪:১৩ পিএম আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০১৯, ০৪:১৫ পিএম
ভারত নয়, পন্টিংয়ের বিশ্বকাপে ফেভারিট...

দরজায় কড়া নাড়ছে বিশ্বককাপ।ইংল্যান্ড এবং ওয়ালসে অনুষ্ঠিত হবে দ্বাদশ ওয়ানডে বিশ্বযুদ্ধ।আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে কেন্দ্র করে সাবেক থেকে বর্তমান সবাই করছেন ভবিষ্যদ্বাণী করছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন অস্ট্রেলিয়ার তিনটি বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিকি পন্টিং।অনেকে ভারতকে ফেভারটি মানলেও তা উড়িয়ে দিয়েছেন রিকি পন্টিং। তার বিশ্বাস এবার (২০১৯) বিশ্বকাপ জিততে পারে অস্ট্রেলিয়া।

ওয়ানডেতে অস্ট্রেলিয়ার সাম্প্রতিক পারফরম্যান্স মোটেই ভালো নয়। সর্বশেষ ২৬ ম্যাচের মাত্র ৪টিতে জিতেছে সর্বশেষ বিশ্বকাপজয়ীরা। জাস্টিন ল্যাঙ্গার কোচের দায়িত্ব নেওয়ার পর ১১ ম্যাচে জয় ২টি। তবে সময়মতো অস্ট্রেলিয়া জ্বলে উঠবে বলেই বিশ্বাস পন্টিংয়ের, ‘নিশ্চয়ই অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিততে পারে। আমি কোচদের একজন বলেই এটা বলছি না। আমি যখন কোচ ছিলাম না তখনো একই কথা বলেছি। ইংল্যান্ডের কন্ডিশন আমাদের খেলার ধরনের সঙ্গে মানানসই...নিশ্চিত করেই অস্ট্রেলিয়া বিশ্বকাপের অন্যতম দাবিদার।’

খেলোয়াড় হিসেবে তিনটি আর অধিনায়ক হিসেবে যিনি দুটি বিশ্বকাপ জেতেন, তার একটা অহম তো থাকেই। কিন্তু অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের কথাটা পন্টিং সেই অহংবোধ থেকে বলেননি। এর পেছনে যুক্তিও দেখিয়েছেন, ‘এই মুহূর্তে ইংল্যান্ড ও ভারত অসাধারণ দুটি দল। কিন্তু আমাদের দলে (স্টিভ) স্মিথ ও (ডেভিড) ওয়ার্নার যোগ হলে অস্ট্রেলিয়াও যেকোনো দলের মতোই শক্তিশালী।’

পন্টিং স্মিথ ও ওয়ার্নারের কথা বলতেই চলে এসেছে তাদের দুজনের ফেরা আর বিশ্বকাপের জন্য তারা কতটা তৈরি থাকবে সেই প্রসঙ্গ। গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়া দলের বল টেম্পারিংয়ের জের ধরে অস্ট্রেলিয়ার ক্রিকেটে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন স্মিথ ও ওয়ার্নার। তাদের নিষেধাজ্ঞা শেষ হবে ২৯ মার্চ। এর মধ্যে প্রতিযোগিতামূলক ক্রিকেট বলতে দুজনে খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। তাও পুরো টুর্নামেন্ট খেলতে পারেননি কেউই। দুজনেই কনুইয়ের চোট নিয়ে ফিরে গেছেন দেশে। কনুইয়ে অস্ত্রোপচারও করাতে হয়েছে দুজনকে।

স্মিথ ও ওয়ার্নার নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেও পাকিস্তানের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের সিরিজের দলে না–ও থাকতে পারেন। মার্চে যে সিরিজটি হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু নিরাপত্তাশঙ্কায় অস্ট্রেলিয়া সেখানে যেতে রাজি না হওয়ায় সিরিজটি শেষ পর্যন্ত হচ্ছে আরব আমিরাতে। এই সিরিজে না খেললেও স্মিথ–ওয়ার্নারকে দলে রাখার পক্ষে পন্টিং, ‘বিশ্বকাপ আপনার পরিকল্পনা অনুযায়ী খুব কমই এগোতে পারে। ২০০৩ সালে আমরা চোটে পড়া মাইকেল বেভানকে নিয়ে গিয়েছিলাম। ড্যারেন লেম্যান নিষিদ্ধ ছিলেন। ওয়ার্নি (শেন ওয়ার্ন) ও জেসন গিলেস্পিকে দেশে ফিরে যেতে হয়েছিল।’

কেউ কেউ আবার অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের স্পিন-দুর্বলতার বিষয়টি মনে করিয়ে দিয়েছেন পন্টিংকে। এটাকেও দূরে ঠেলে অস্ট্রেলিয়ার পক্ষেই যুক্তি দেখিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক, ‘আমাদের ব্যাটিং লাইনআপের দিকে তাকিয়ে দেখুন, গত বছরের তুলনায় এখন মিডলঅর্ডারে স্পিন খেলতে পারা কয়েকজন ভালো ব্যাটসম্যান আছে। আর ইংলিশ কন্ডিশনে বিশ্বকাপজুড়ে স্পিন বোলিং অতটা কাজে লাগারও কথা নয়।’

উল্লেখ্য, দিন কয়েক আগে রিকি পন্টিংকে অস্ট্রেলিয়ার সহকারী কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।যা বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জন্য দারুণ সুযোগ বলে মনে করেন ক্রিকেট বোদ্ধরা।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ