ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেইমারহীন পিএসজির বড় জয়


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০১৯, ০৯:০১ এএম
নেইমারহীন পিএসজির বড় জয়

দলে নেই প্রাণ ভোমরা নেইমরা। কিন্তু তার অভাব বুঝতে দিলেন না দুই ফরোয়ার্ড কাভানি ও কিলিয়ান এমবাপে। জালের দেখা পেলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োসও। দারুণ জয়ে লিগ ওয়ানের মুকুট ধরে রাখার পথে আরও এগিয়ে গেল টমাস টুখেলের দল। আমিয়াঁর মাঠে শনিবার রাতে ৩-০ গোলে জেতা প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

নেইমারকে বিশ্রাম দিয়ে মাঠে নামা পিএসজি ম্যাচের নবম মিনিটে এগিয়ে যেতে পারত। আনহেল ডি মারিয়া ছোট করে কর্নার নেওয়ার পর হুয়ান বের্নাত বল নিয়ে কাছের পোস্টে গিয়ে ফ্লিক করে বাড়ান ইউলিয়ান ড্রাক্সলারকে। জার্মানির এই মিডফিল্ডারের নিচু শট দারুণ দক্ষতায় ফেরান গোলরক্ষক।

 গোলশূন্য প্রথমার্ধের যোগ করা সময়ে গোলরক্ষকের দৃঢ়তায় বেঁচে যায় গ্যাঁগোর কাছে হেরে ফরাসি লিগ কাপের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়া পিএসজি।  ফরাসি মিডফিল্ডার এদি নাহোরের নিচু শট ফেরান আলফুঁস আরিওলা।

৫৭তম মিনিটে কাভানির সফল স্পট কিকে এগিয়ে যায় পিএসজি। ডাইভ দিয়ে বল আটকাতে যাওয়া আলেক্সি ব্লাঁর হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

৬৬তম মিনিটে এমবাপেকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড পান আমিয়াঁর খালেদ। এর চার মিনিট পর কাভানির দারুণ ক্রস থেকে পাওয়া বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে।

৭৯তম মিনিটে ড্রাক্সলারের থেকে পাওয়া বল জোরালো শটে জালে পৌঁছে পিএসজির জয় অনেকটাই নিশ্চিত করে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োস।

এ জয়ের মাধ্যমে পিএসজি ১৮ ম্যাচে ১৬ জয় ও দুই ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। প্রতিপক্ষের মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফেরা লিল দ্বিতীয় স্থানে আছে ২০ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ