ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোহলিদের চ্যালেঞ্জিং স্কোর দিল অস্ট্রেলিয়া


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১২, ২০১৯, ১২:০৮ পিএম আপডেট: জানুয়ারি ১২, ২০১৯, ১২:৩০ পিএম
কোহলিদের চ্যালেঞ্জিং স্কোর দিল অস্ট্রেলিয়া

টেস্ট সিরিজের ইতিহাসকে পিছনে ফেলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হয় ভারত।  শুরুর সিডনিতে টস হারলেন ক্যাপ্টেন কোহালি। ওয়ানডে-তে অজিদের ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ সঙ্গে সঙ্গে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।  এদিন দুর্দান্ত খেলে স্বাগতিকরা উসমান খাওয়াজ, শন মার্শ এবং হ্যান্ডসমম্বের ফিফটিতে ৫ উইকেট হারিয়ে ২৮৮ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।


হার্দিক পাণ্ডিয়ার অনুপস্থিতিতে ভারতীয় দলের ভারসাম্য কি বদলে যাবে? টসের পর প্রশ্নটা বিরাট কোহালির দিকে ছুড়ে দিলেন শেন ওয়ার্ন। অবিচলিত ভাবে বিরাট স্বীকার করেও নিলেন, হার্দিকের অনুপস্থিতিতে সামান্য হলেও তফাত গড়ে দেবে দলে। তবে সেই সঙ্গে নতুনদের কাছে যে তা এটা একটা বড় সুযোগ, তা জুড়তেও ভুললেন না।

শনিবার (১২ জানুয়ারি) হার্দিকের বদলে দলে এসেছেন অম্বাতি রায়ডু। টেস্টের পর ওয়ান ডে দলে রয়েছেন রবীন্দ্র জাদেজাও। বিশ্বকাপের দলে ঢোকার জন্য এই সুযোগ হারাতে চাইবেন না তারা। সুযোগের অপেক্ষায় রয়েছেন ভুবনেশ্বর কুমারও। টেস্ট সিরিজে সুযোগ পাননি। তবে ওয়ানডে-তে সেই সুযোগ কাজে লাগালে কসুর করছেন না ভুবি।

এ দিন ম্যাচের তৃতীয় ওভারেই অ্যারন ফিঞ্চকে ঠকিয়ে বোল্ড করলেন। সেই সঙ্গে নিজের ১০০তম ওডিআই উইকেটও তুলে নিলেন ভুবি। আর টেস্ট সিরিজের ফর্ম ওয়ানডে-র প্রথম ম্যাচে নিয়েই শুরুটা করলেন কুলদীপ যাদব। নিজের প্রথম ওভারেই তুলে নিলেন ওপেনার অ্যালেক্স ক্যারিকে। ক্যারির ব্যাটের খোঁচা লেগে বল প্রথম স্লিপে দিকে যেতেই তা দুর্দান্ত ভাবে তালুবন্দি করলেন রোহিত শর্মা।

৪১ রানে ২ উইকেট পরে যাওয়ার পর অজিদের ভরসা দেন উসমান খোয়াজা ও শন মার্শ।  প্রাথমিক ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে ম্যাচে ফিরছে অস্ট্রেলিয়া।  দুজনেই তুলে নেন হাফ সে়ঞ্চুরি।  এরপর ৫৯ রানে কাটা পড়েন খাওয়াজ। বেশি ক্ষণ ক্রিজে টেকেননি মার্শ (৫৪ রান)। কুলদীপ যাদবের বলে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরেন।  ৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে সাজ ঘরে ফিরেন হ্যান্ডসকম্বে।  পরে স্টোনিস ৪৭ এবং ম্যাক্সওয়েল ১১ রাানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ততক্ষণে কোহলিদের লক্ষ্য দাঁড়ায় ২৮৯ রানের।

 

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ