ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্মিথের বিষয়ে বিস্তারিত জানালেন কুমিল্লার মিডিয়া ম্যানেজার


গো নিউজ২৪ | স্পোর্টস রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ১০, ২০১৯, ০৮:৫৬ পিএম আপডেট: জানুয়ারি ১১, ২০১৯, ০২:২৩ এএম
স্মিথের বিষয়ে বিস্তারিত জানালেন কুমিল্লার মিডিয়া ম্যানেজার

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্টিভেন স্মিথকে নিয়ে উচ্ছ্বাস ও রোমাঞ্চের যেন কোনো কমতি ছিল না ভক্তদের। কিন্তু এবার কপালে রীতিমতো দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামার আগেই তাকে নিয়ে দেখা দিয়েছে ইনজুরির শঙ্কা। তাতে বিপিএল রেখে দেশে ফিরে যেতে হচ্ছে অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ককে।

হাতের কনুইয়ের ইনজুরির কারণে দুই দিন ধরে অনুশীলন করতে পারেছন না এই অজি তারকা। তাই চিকিৎসার জন্য দেশে ফিরছেন তিনি। কুমিল্লার টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় দেশে ফিরছেন ডানহাতি এই অজি ব্যাটসম্যান।

স্মিথের ইনজুরির সত্যতা নিশ্চিত করে কুমিল্লার মিডিয়া ম্যানেজার খান নয়ন বলেন, ‘স্মিথ আজ অস্ট্রেলিয়া যাচ্ছে। ওর একটা ইনজুরি আছে হাতে। এ জন্য এমআরআই করাতে হবে। ওখানে (অস্ট্রেলিয়া) ওর নিজস্ব ডাক্তার আছে তো, কালকে পৌঁছেই এমআরআই হয়তো করে ফেলবে।’

আশার খবর হচ্ছে, রিপোর্ট সন্তোষজনক হলে আবারও বাংলাদেশে ফেরার সম্ভাবনা রয়েছে স্মিথের। তাতেও পরবর্তী দুই ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হবে কুমিল্লাকে। স্মিথের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব উঠতে পারে দেশসেরা ওপেনার তামিম ইকবালের কাঁধে।

স্মিথের ফেরার ব্যাপারে নয়ন বলেন, ‘যদি রিপোর্ট ভালো আসে তাহলে ইনশাআল্লাহ দুই দিনের মধ্যেই আবার ফিরবে। সে ক্ষেত্রে দুই ম্যাচ হয়তো মিস করবে। যদি রিপোর্ট একান্ত ভালো না আসে তখন হয়তো টুর্নামেন্ট মিস করবে।’

বিপিএলের ষষ্ঠ আসরের শুরু থেকে আলোচনায় স্মিথ। অনেক নাটকীয়তার পর বিপিএলে খেলার অনুমতি পেয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। এমনকি টুর্নামেন্টে তাকে খেলানোর জন্য নিয়ম পর্যন্ত শিথিল করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

ষষ্ঠ আসরের প্লেয়ার ড্রাফটের প্রায় মাসখানেক পর ভক্ত-সমর্থকদের রীতিমতো চমকে দিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারা জানায়, কুমিল্লার হয়ে বিপিএল মাতাতে আসছেন স্মিথ। কিন্তু প্লেয়ার ড্রাফটের পর স্মিথের অন্তর্ভুক্তি নিয়ে আপত্তি তোলে টুর্নামেন্টের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি। কারণ ড্রাফটের বাইরে থেকে খেলোয়াড় অন্তর্ভুক্তিটা ছিল নিয়মবহির্ভূত। পরে নিয়ম পরিবর্তন করে বাকি দলগুলোকে ড্রাফটের বাইরে থেকে একজন করে খেলোয়াড় নেওয়ার অনুমতি দেওয়া হয়।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ