ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইপিএল : রাত পোহালে নিলামে ৩৫০ জন ক্রিকেটার


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০১৮, ১০:১৮ পিএম
আইপিএল : রাত পোহালে নিলামে ৩৫০ জন ক্রিকেটার

নতুন ভেন্যু, নতুন হ্যামারম্যান সবমলিয়ে রাত পোহালেই নয়া অবতারে আইপিএল নিলাম। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের মাঝেই ঠিকানা বদলে মঙ্গলবার জয়পুরে বসতে চলেছে দ্বাদশ আইপিএলের নিলাম আসর। ২২৮ জন ভারতীয় ক্রিকেটার সহ মোট ৩৫০ জন ক্রিকেটার থাকবেন আট ফ্র্যাঞ্চাইজির নজরে।

প্রাথমিকভাবে রেজিস্টার হওয়া ক্রিকেটারের সংখ্যাটা হাজারের বেশি হলেও তারমধ্যে থেকে নিলামের জন্য বাছাই হয়েছেন ৩৫০ জন। এই ৩৫০ জনকে নিয়েই মঙ্গলের দুপুরে নিলামে বসবেন আট ফ্যাঞ্চাইজির কর্তা-ব্যক্তিরা। নতুন হ্যামারম্যান হাঘ এডমিডেসের তদারকিতে ১২১ ক্যাপড ক্রিকেটারের পাশাপাশি নিলামে উঠবেন ২২৯ জন আনক্যাপড ক্রিকেটারও।

নতুন আড়ম্বরে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের এই নিলামে রয়েছেন ন’জন মার্কি প্লেয়ার। যাদের বেস প্রাইস ২ কোটি টাকা। নিউজিল্যান্ডের ব্রেন্ডম ম্যাককালাম, ইংল্যান্ডের ক্রিস ওকস, শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, অস্ট্রেলিয়ার ডার্সি শট মত নাম সে তালিকায় থাকলেও মার্কি ক্রিকেটারের তালিকায় নাম নেই কোনও ভারতীয় ক্রিকেটারের।

গত মৌসুমে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দর পাওয়া জয়দেব উনাদকাটও উঠতে চলেছেন নিলামে। ১১.৫ কোটি টাকায় একাদশ সংস্করণে রাজস্থান রয়্যালসের হয়ে খেলা উনাদকাটের বেস প্রাইস ধার্য হয়েছে ১.৫ কোটি টাকা। গত মরশুমে ১৫ ম্যাচে ১১ উইকেট পাওয়া এই বাঁ-হাতি পেসারকে রাজস্থান ফ্র্যাঞ্চাইজি তাঁকে রিলিজ করে দেয়ায় ফের নিলামে উঠবেন তিনি। ভারতীয় ক্রিকেটার হিসেবে ১.৫ কোটি বেস প্রাইস পেয়েছে একমাত্র উনাদকাটই। 

১ কোটি বেস প্রাইসে মঙ্গলবার নিলামে উঠতে চলেছেন চার ভারতীয় ক্রিকেটার। সেই তালিকায় যেমন রয়েছেন প্রাক্তন কিংস ইলেভেন পঞ্জাব অধিনায়ক যুবরাজ সিং তেমনই রয়েছেন ঋদ্ধিমান সাহা, অক্ষর প্যাটেল ও মোহম্মদ শামি।

দুই ভারতীয় ও ১৬ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন ৭৫ লক্ষ বেস প্রাইসে। নমন ওঝা ও ল্যাঙ্কি পেসার ইশান্ত রয়েছেন এই তালিকায়। ৫০ লক্ষ বেস প্রাইস ক্যাটেগরিতে রয়েছেন ১৮ জন ভারতীয় ক্রিকেটার সহ মোট ৬২ জন ক্রিকেটার। উল্লেখযোগ্যভাবে আইপিএল নিলামের ৫০ লক্ষ বেস প্রাইস ক্যটেগরিতে থাকছেন পাঁচ দিনের ক্রিকেটে ভারতীয় ব্যাটিং অর্ডারের মিস্টার ডিপেন্ডবল চেতেশ্বর পূজারা।

৪০ লক্ষ বেস প্রাইস ক্যাটেগরিতে কোনও ভারতীয় ক্রিকেটার না থাকলেও ৩০ এবং ২০ লক্ষ বেস প্রাইস ক্যাটেগরিতে রয়েছেন ৫ জন এবং ১৯৬ জন ভারতীয় ক্রিকেটার। এখন সর্বোচ্চ দরে বাজি মারেন কোন ভারতীয় কিংবা বিদেশী ক্রিকেটার, দেখার অপেক্ষায় প্রহর গুনছেন আইপিএল অনুরাগীরা।

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ