ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যেখানে ওয়েস্ট ইন্ডিজের ভয়


গো নিউজ২৪ | আরিফুর রাজু প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০১৮, ০৯:১৪ পিএম আপডেট: ডিসেম্বর ১৬, ২০১৮, ০৯:৪২ পিএম
যেখানে ওয়েস্ট ইন্ডিজের ভয়

ক্যারিবীয় সমুদ্র থেকে ধেয়ে আসা দঙ্গল হাওয়ায় প্রতিপক্ষের ঘূর্ণিপাক আর করুণ আর্তনাদ বহুবার দেখেছে ক্রিকেটবিশ্ব। পেশিশক্তি-স্টেনগানের ছোঁড়া বুলেটগতির বল কিংবা গেইল-হোপের ধবলধোলাই মোটেও রুপকথার গল্প নয়। বরং বিশ্ব বুঝে, ক্রিকেট মানেই ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেট মানেই গেইলের খুনে ব্যাট আর রোচের অগ্নিঝরা বল।

এতসবের পরও বর্তমানে মৃতপ্রায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। ব্যর্থতার বালুচরে দিব্যি নাকানি-চুবানি খাচ্ছে গ্যারি সোবার্স, ভিভ রিচার্ডসের উত্তরসূরীরা। নিজেদের হারিয়ে খুঁজতে থাকা দলটি হারের বৃত্তে বন্দি থেকে রোজই আত্মসম্মান বিসর্জন দিচ্ছে। সম্প্রতি তারা টেস্টে বাংলাওয়াশ হয়েছে। তবে ওয়ানডেতে এক ম্যাচ জিতে মান সম্মান বাঁচিয়েছে। তবে এবার টি-২০ সিরিজের সামনে দাঁড়িয়ে হোপ-হেটমেয়াররা।

দুঃখজনক ব্যাপার হলো, বাংলাদেশের বিপক্ষে নামার আগেই ইন্ডিয়ার কাছেও হোয়াটওয়াশ লজ্জায় পড়েছিল ক্যারিবিয়ানরা। তবে অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট স্রেফ জানিয়ে দিলেন, ‘ভারতের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ কি করেছে সেটা বিশ্ব দেখেছে।’ কিন্তু তারপরও বাংলাদেশের বিপক্ষে নামার আগে বেশ সতর্ক তার দল। কারণ, হারের বৃত্তে বন্দী ক্যারিবিয়রা। টাইগারদের সবুজাভ উইকেটের নিচে পুঁতে রাখা বিধ্বংসী স্পিন মাইনফিল্ডে ধ্বংসের ভয়। এছাড়া ছন্দময় হোপের ইনজুরিও বেশ ভাবাচ্ছে তাদের।

এদিকে টি-২০ ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ চুনোপুঁটি হলেও পরিসংখ্যানে দুই দলই সমানে সমান। এখন পর্যন্ত ৯ বার মুখোমুখি হয়ে দুই দলই জিতেছে ৪ বার করে। এমনকি টাইগারদের ৪ জয়ের তিনটি ক্যারিবিয়দের মাটিতে এবং তা দাপটের সঙ্গে। এছাড়া সবশেষ দুই টি-২০ সিরিজেও ফেভারিট বাংলাদেশ। ফ্লোরিডার শক্তি এবং দুই সিরিজ হারানোর আত্মবিশ্বাস পুঁজি করেই আগামীকাল ক্যারিবিয়ানদের ওপর ঝাঁপিয়ে পড়বে বাংলাদেশ। এমন প্রত্যাশা করাই যেতে পারে।

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ