ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এক হালি ‘ক্যাচ’ মিসের গল্প...


গো নিউজ২৪ | আরিফুর রাজু প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০১৮, ০৫:০৯ পিএম আপডেট: ডিসেম্বর ৯, ২০১৮, ১১:০৯ এএম
এক হালি ‘ক্যাচ’ মিসের গল্প...

ড্রপ, ড্রপ এবং ড্রপ। সংখ্যাটা তিনবার লেখা হলেও আজ মিরপুরে চার চারটি সহজ ক্যাচ মিস করেছে বাংলাদেশ। যার দুটি ছিল স্বয়ং ড্যারেন ব্রাভোর। তবে তৃতীয়বার ক্যাচ উঠিয়ে ঠিকই ধরা পড়েন ক্যারিবিয়ান তারকা। মাশরাফির অফ স্টাম্পের বেশ বাইরের বলে উড়িয়ে মেরেছিলেন বাঁহাতি ব্রাভো। কিন্তু সম্ভবত বুঝতে পারেননি, সেটি ছিল কাটার। তাতেই টাইমিংয়ের হেরফের। লং অফ থেকে এক্সট্রা কাভারের দিকে অনেকটা ছুটে সামনের দিকে ফুল লেংথ ডাইভ দিয়ে ক্যাচ ধরেন তামিম। বাজপাখির মতো তার উড়ন্ত ক্যাচটি মুহুর্তে মন জয় করে নেয় গ্যালারিতে উপস্থিত দর্শকদের।

মিরপুরে সিরিজের প্রথম ম্যাচে ড্যারেন ব্রাভো ১৩ রানেই কাটা পড়ে যেতেন মোস্তাফিজুর রহমানের ওভারে। কিন্তু সোজা পয়েন্টে দাঁড়ানো আরিফুলের ব্যর্থতায় সে যাত্রায় বেঁচে যান  ক্যারিবিয়ান অলরাউন্ডার। এরপর ১৯.৩ ওভারের সময় রুবেল হোসেনের বল খোঁচা দিতে গিয়ে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলে দেন ব্রাভো। বাঁ-দিকে ডাইভ দিয়েও সে ক্যাচটি ধরতে পারেননি টাইগার উইকেটরক্ষক।

ইনিংসে তৃতীয় ক্যাচটি মিস হয় ১৯.১ ওভারে। বল হাতে ছিলেন রুবেল হোসেন। স্টাম্পে থাকা রুবেল হোসেনের বলটি উড়িয়ে মেরেছিলেন আগ্রাসী হেটমেয়ার। জোর পাননি শটে, বল ওঠে ওপরে। মিড অন থেকে পেছন থেকে ছুটছিলেন মাহমুদউল্লাহ। বলের দিকে চোখও রেখেছিলেন। আর ধীর গতিতে পা চালাচ্ছিলেন।কিন্তু শেষ মুহূর্তে ক্যাচটি আর ধরতে পারেননি তিনি।

সর্বশেষ ৩১তম ওভারে সাকিবের বল মিড অফে থাকা রুবেল হোসেন ছেড়ে দেন। ক্যাপ্টেনের ঘূর্ণি বল সুইপ করতে চেয়েছিলেন পাওয়েল। কিন্তু সেটা গিয়ে পড়ে রুবেলের তালুতে। ভাগ্য সহায়ক না হওয়াতে সে ক্যাচটি মিস হয় তার।

মিরপুরে ক্যাচ ছাড়ার মহড়া চললেও ঠিকই দুটি ক্যাচ সবার সজর কাড়ে। বিশেষ করে ব্রাভোকে ফেরানোর মুহুর্তে বাজপাখির মতো তামিমের ঝাঁপ। কিংবা ৫০তম ওভারে মোস্তাফিজের বলে মিরাজের ক্যাচটি ছিল চোখ ধাঁধানো।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ