ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেসিকে লজ্জা, ক্ষিপ্ত কোচ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০১৮, ১২:১৩ পিএম
মেসিকে লজ্জা, ক্ষিপ্ত কোচ

শেষ ১০ বছরে ব্যালন ডি’অরে অধিপত্য ছিল মেসি-রোনালদোর। সমান পাঁচবার করে ভাগ করেছেন নিজেদের মধ্যে। একজন ট্রফি জিতলে অন্যজন হতেন রানারআপ। ঠিক এভাবেই চলছিল তাদের স্বর্ণালী সময়। কিন্তু হাস্যকর হলেও সত্য যে, এবার মেসির জায়গা হয়নি শীর্ষ তিনে, এমনকি চারেও নয়! একেবারে পঞ্চমে তাকে স্থান দেয় ব্যালেন ডি’অর কর্তৃপক্ষ। 

মেসিকে এমন অবমাননার বিষয়টি মোটেও মেনে নিতে পারছেন না বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে। তার কাছে ‘উদ্ভট’ লেগেছে ব্যাপারটা।

মেসি গত ১১ বছরে কোনোবারই শীর্ষ তিনের বাইরে যাননি। কিন্তু এবারই প্রথমবারের মতো পিছিয়ে পাঁচ নম্বরে। বছরটাও খুব একটা ভালো যায়নি মেসির। বার্সেলোনাকে নিয়ে লা লিগা আর কোপা ডেল রে জিতলেও চ্যাম্পিয়নস লিগে ছিলেন নিষ্প্রভ। ব্যালন ডি’অর জয়ের প্রতিযোগিতায় সবচেয়ে বেশি পিছিয়েছেন রাশিয়া বিশ্বকাপে। বিশ্বকাপের মঞ্চে দলের সঙ্গে মেসি নিজেও ব্যর্থ। গ্রুপ পর্বে আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস, ক্রোয়েশিয়ার বিপক্ষে হার। নাইজেরিয়ার বিপক্ষে কষ্টের জয়। আর ফ্রান্সের বিপক্ষে যেখানে তাকে প্রয়োজন ছিল দলের, সেখানে জ্বলে উঠতে পারেননি মেসি। তারপরও মেসির ক্লাব কোচ ভালভার্দে ব্যাপারটা মেনে নিতে পারছেন না, ‘ব্যালন ডি’অর জেতায় মদরিচকে আমরা অভিনন্দন জানাচ্ছি। কিন্তু মেসির পাঁচে থাকাটা উদ্ভট। এই পুরস্কারের অসংগতিগুলো নিয়ে আমি অবশ্য কোনো আলোচনায় যেতে চাই না।’

গত মৌসুমে ইউরোপের ক্লাব ফুটবলে সর্বোচ্চ গোলের জন্য ‘গোল্ডেন সু’ জেতেন মেসি। ৩৪ গোল করেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। ব্যালন ডি’অর জয়ী মদরিচ পেয়েছেন ৭৫৩ ভোট। ৪৭৬ ভোট পেয়ে দ্বিতীয় ক্রিস্টিয়ানো রোনালদো, তৃতীয় আঁতোয়ান গ্রিজমানের ভোটসংখ্যা ৪১৪, চতুর্থ কিলিয়ান এমবাপ্পে পেয়েছেন ৩৮৭ ভোট এবং মেসির ভোটসংখ্যা ২৮০।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ