ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘ব্যালেন ডি’অর জিতবেন এমবাপে’


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৮, ২০১৮, ০৮:৫০ পিএম
‘ব্যালেন ডি’অর জিতবেন এমবাপে’

গত এক দশকের চলমান যাত্রা অব্যাহত থাকবে, নাকি নতুন কারো হাতে উঠবে ব্যালেন ডি’অর? ভক্তমনের এমন দ্বিধা-দ্বন্ধের মাঝেই বেলজিয়াম তারকা এডেন হ্যাজার্ড জানিয়ে দিচ্ছেন, ফরাসি তরুণ সেনসেশন কিলিয়ান এমবাপেকের হাতেই হয়তো উঠতে পারে এবারের ব্যালেন ডি’অর পুরস্কার। 
 
২০০৭ সালে ব্রাজিল তারকা কাকার পর ২০১৮ সাল পর্যন্ত এই ১০ বছরে ৫ বার করে শিরোপা জিতেছেন মেসি-রোনালদো। কারণ এ সময়ে দুই তারকার সমকক্ষে কাউকে আবিস্কার করতে পারেনি ফিফা। কিন্তু এবার রাশিয়া বিশ্বকাপে পর্তুগাল ও আর্জেন্টিনা বিদায়ে কিছুটা হলেও আশার আলো দেখা যাচ্ছে নতুনদের নিয়ে। বিশেষ করে উয়েফা বর্ষসেরা খেলোয়াড় ও 'দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার' জেতা রিয়াল মাদ্রিদের লুকা মদরিচকে এগিয়ে রাখছেন অনেকে। 

এমন সমীকরণে দাঁড়িয়ে এমবাপেকেই এগিয়ে রাখছেন হ্যাজার্ড। চেলসির এই প্লেমেকার বলেছেন, 'আমারও যদিও খুব ভালো একটা বছর কেটেছে, তবে আমাদের পা মাটিতে রাখতে হবে। ব্যালন ডি'অর আমার প্রাপ্য না। আমি মনে করি, আমার চেয়ে আরও ভালো সব খেলোয়াড় আছে। আমি লুকা মদ্রিচের নাম বলতাম। কিন্তু অগাস্ট বা সেপ্টেম্বর থেকে সে কিছুটা কম ভালো খেলেছে। তাই আমরা যদি এই মৌসুমের শুরুটা বিবেচনায় নেই, আমি বলব কিলিয়ান এমবাপে।'

চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে সাত গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ৪ গোল করিয়েছেন হ্যাজার্ড। প্রথমবারের মতো বেলজিয়ামকে বিশ্বকাপের সেমি-ফাইনালে তুলতে বড় অবদান রাখা ২৭ বছর বয়সী এই তারকা নিজের লক্ষ্য নিয়ে বলেছেন, 'আমার লক্ষ্য ব্যালন ডি'অর জেতা নয়। লক্ষ্যটা হলো মাঠে যতটা পারি মজা করা। কোনোদিন যদি আমি এটা জিতি তাহলে খুব ভালো হবে; না জিতলও দুঃখ নেই।'

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ