ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা


গো নিউজ২৪ | স্পোর্টস রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৭, ২০১৮, ০৫:৫১ পিএম আপডেট: নভেম্বর ১৭, ২০১৮, ১১:৫১ এএম
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা

অনুশীলনের সময় আঙুলে ব্যথা পান তামিম ইকবাল। তাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত তাকে স্কোয়াডে বেড়ায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

তবে ক্যারিবীয়দের বিপক্ষে সাকিবকে অধিনায়ক করেই চট্টগ্রাম টেস্টের দল দিয়েছে বিসিবি। এই টেস্ট দিয়ে তিন মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বাঁহাতি অলরাউন্ডার। সাকিবের সঙ্গে টেস্ট দলে ফিরেছেন সৌম্য সরকারও।

জিম্বাবুয়ের বিপক্ষে যে দলটা মিরপুর টেস্ট খেলেছে, অনেকটা সেটিই রেখেছেন নির্বাচকেরা। বাদ পড়েছেন শুধু ওপেনার লিটন দাস। সাকিব-সৌম্যর সঙ্গে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে নাঈম হাসান। তরুণ এই অফ স্পিনার সর্বশেষ জাতীয় লিগে ২৮ উইকেট নিয়ে হয়েছেন সর্বোচ্চ উইকেটশিকারি। নাঈমের সুযোগ পাওয়াটা অবশ্য চমকে যাওয়ার মতো কিছু নয়। গত জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার সময়ই তাঁকে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দলে ডাকা হয়েছিল।

বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে চট্টগ্রামে গিয়েছেন সৌম্য। দুপুরে বিমানবন্দরে নেমেই পেলেন টেস্ট দলে জায়গা পাওয়ার সংবাদ। সবশেষ তিনি টেস্ট খেলেছেন গত বছর সেপ্টেম্বরে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। নতুন করে পাওয়া সুযোগটা তিনি কাজে লাগাতে উন্মুখ, যেভাবে সুযোগ কাজে লাগিয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজ, ‘বিশ্বকাপের আগে যেখানেই সুযোগ পাই চেষ্টা করব সেটি কাজে লাগাতে। আমার লক্ষ্য বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়া। যে সংস্করণেই খেলার সুযোগ পাব, চেষ্টা করব ভালো করতে।’

১৩ জনের এই দলে দুজন অফ স্পিনার ও দুজন বাঁহাতি স্পিনারের সঙ্গে দুজন পেসার দেখেই বোঝা যাচ্ছে, ২২ নভেম্বর শুরু চট্টগ্রাম টেস্টের উইকেট কেমন হতে যাচ্ছে।

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দল

সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও নাঈম হাসান।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ