ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ব্রাজিল ২, উরুগুয়ের ৬, তবুও জিতল ব্রাজিল


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৭, ২০১৮, ১১:৪১ এএম
ব্রাজিল ২, উরুগুয়ের ৬, তবুও জিতল ব্রাজিল

আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ জমে ওঠা লড়াইয়ে গোলের দেখা মিলছিল না কিছুতেই। অবশেষে দ্বিতীয়ার্ধের ৭৬তম মিনিটে নেইমারের একমাত্র গোলে জয় পায় ব্রাজিল।

লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে শুক্রবার রাতে অনুষ্ঠিত হয় এই ম্যাচটি। এই জয়ের ফলে টানা পাঁচ ম্যাচ জয়ের স্বাদ পেলো সেলেসাওরা। তবে কঠিন প্রতিযোগিতা হয়েছে দুই দলের মধ্যে। 

পুরো ম্যাচে মোট ৮টি হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি ক্রেইগ প্যাসন। এর ৬টি ছিল উরুগুয়ের খেলোয়াড়দের বিপক্ষে। ২টি ছিলো ব্রাজিলের বিপক্ষে।

রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে হারের হতাশা পেছনে ফেলে জয়ের পথে চলা ব্রাজিল ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়ায়। 

প্রথম ১৪ মিনিটে একক প্রচেষ্টায় দলকে এগিয়ে নেওয়ার দুটি সুযোগ তৈরি করেছিলেন নেইমার। প্রথমবার পিএসজি ফরোয়ার্ডের ফ্রি-কিক ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক। দ্বিতীয়বার তার দূরপাল্লার শট ক্রসবারের উপর দিয়ে যায়।

২২তম মিনিটে প্রথম সুযোগ পায় উরুগুয়ে। ডি-বক্সের ঠিক বাইরে থেকে লুইস সুয়ারেসের জোরালো শটে বল গোলরক্ষকের হাত ছুঁয়ে ক্রসবারের একটু উপর দিয়ে যায়। বিরতির ঠিক আগে এদিনসন কাভানির কাছ থেকে নেওয়া শটও কর্নারের বিনিময়ে রুখে দেন আলিসন।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে আবারও আলিসনের নৈপুণ্যে বেঁচে যায় ব্রাজিল। সুয়ারেসের দারুণ ফ্রি-কিক ঝাঁপিয়ে ঠেকান লিভারপুল গোলরক্ষক।

৭৬তম মিনিটে স্পট কিকে পায় ব্রাজিল। বক্সের ভেতর ম্যানচেস্টার সিটির দানিলো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সেলেসাওরা। পেনাল্টি থেকে জয়সূচক গোলটা করেন নেইমার। জাতীয় দলের হয়ে ফুটবল বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের এটি ৬০তম গোল।

৮২তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ নষ্ট হয় তিতের দলের। নেইমারের দূরের পোস্টে বাড়ানো ক্রসে ছোট ডি-বক্সের বাইরে থেকে লক্ষ্যভ্রষ্ট শট নেন রিশার্লিসন।

এই নিয়ে টানা পাঁচ জয়ের পাশাপাশি ম্যাচগুলোতে নিজেদের জালও অক্ষত রাখলো ব্রাজিল। এই সময়ে প্রতিপক্ষের জালে মোট ১১ বার বল পাঠিয়েছে তারা। আগের চার ম্যাচে যুক্তরাষ্ট্র, এল সালভাদর, সৌদি আরব ও আর্জেন্টিনাকে হারিয়েছিল নেইমাররা।

নিজেদের পরের ম্যাচে আগামী মঙ্গলবার ক্যামেরুনের মুখোমুখি হবে ব্রাজিল। উরুগুয়ে প্যারিসে যাবে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে খেলতে।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ