ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেসির অভাব বুঝতে দিল না তরুণরা


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৭, ২০১৮, ১১:১৬ এএম আপডেট: নভেম্বর ১৭, ২০১৮, ১১:২১ এএম
মেসির অভাব বুঝতে দিল না তরুণরা

মেসি নেই আর্জেন্টাইন শিবিরে তা বুঝতেই দিল না তরুণরা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেক্সিকোকে নিজেদের ঘরের মাঠে ২-০ গোলে হারিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

গত ১৬ অক্টোবর সৌদি আরবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে ১-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। পরের মাসের ঠিক ১৬ তারিখেই নিজেদের মাঠে মেক্সিকোকে হারাল আলবিসেলেস্তেরা।

ম্যাচের শুরুতেই অবশ্য দুই গোলে এগিয়ে যেতে পারত মেক্সিকো। কিন্তু রাউল হিমিনেসের হেডে বল লাগে পোস্টে। আর ডি-বক্সের ভেতর থেকে নেওয়া ফাবিয়ানের শট দুর্দান্তভাবে ঠেকান গোলরক্ষক আগুস্তিন মার্চেসিন।
 
৩৮তম মিনিটে পাওলো দিবালার দুর্দান্ত ক্রসে পোস্টের ঠিক সামনে থাকা লাউতারো মার্তিনেসের হেড পা দিয়ে কোনোমতে গোলরক্ষক গিলের্মো ওচোয়া ফিরিয়ে দিলে নষ্ট হয় আর্জন্টিনার খুব ভালো একটি সুযোগ।
 
৪৪তম মিনিটে অবশেষে দিবালার মাপা ফ্রি-কিকে হেডে কাছ থেকে বল জালে পাঠান মোরি।
 
২-০ স্কোর লাইনে রেখে বিরতিতে যায় দুই দল। বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে আর্জেন্টিনা। 

৫০তম মিনিটে কয়েকজনকে কাটিয়ে ওচোয়ার মাথার ওপর দিয়ে চিপ করেছিলেন দিবালা। তবে বল ক্রসবারের একটু ওপর দিয়ে বেরিয়ে যায়। জাতীয় দলের হয়ে ১৭ ম্যাচ খেলেও জালের দেখা পেলেন না ইউভেন্তুসের এই ফরোয়ার্ড।
 
৮৩তম মিনিটের সারাভিয়ার ক্রসে বল বিপদমুক্ত করতে গিয়ে নিজের জালেই জড়িয়ে দেন ইসাক ব্রিসুয়েলা। 
 
ভারপ্রাপ্ত কোচ লিওনেল স্কালোনির অধীনে পাঁচ ম্যাচে এটি আর্জেন্টিনার তৃতীয় জয়। অন্যদিকে শেষ সাত ম্যাচের ছয়টিতেই হারল মেক্সিকো।
 
বাংলাদেশ সময় আগামী বুধবার সকাল ছয়টায় আর্জেন্টিনার মেনদোসায় আরেকটি প্রীতি ম্যাচে আবার মুখোমুখি হবে দুই দল। এটিই হবে ২০১৮ সালে দুই দলের শেষ ম্যাচ।

গোনিউজ২৪/এএস
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ