ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরফরাজের ৪,নিউজিল্যান্ড বিধ্বস্ত ১৫৩ রানে


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৬, ২০১৮, ০৬:০৭ পিএম আপডেট: নভেম্বর ১৬, ২০১৮, ০৬:১১ পিএম
সরফরাজের ৪,নিউজিল্যান্ড বিধ্বস্ত ১৫৩ রানে

রঙ্গীন পোশাকের পর এবার সাদা পোশাকের খেলা। তবে রঙ্গীন পোশাকে পাকিস্তানের বিপক্ষে সময় মোটেই ভালো কাটেনি নিউজিল্যান্ডের। তবুও সব কিছু মুছে ফেলে ঘুরে দাঁড়ানোর সফথ নিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে সরফরাজদের মুখোমুখি হয় কেন উইলিয়মিসন বাহিনী। অন্যদিকে টি-টোয়েন্টি ওয়ানডের মতো জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া সরফরাজ বাহিনী। প্রাথমিক পর্যায়ে তারই প্রমাণ দিল পাকিস্তানের বোলাররা। পাকিস্তানি বোলারদের তাণ্ডবে মাত্র ১৫৩ রানে গুঁটিয়ে যায় নিউজিল্যান্ড।

শুক্রবার (১৬ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টায় মুখোমুখি হয় দুই দল। ম্যাচটিতে প্রথমে টস ভাগ্যে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ফলে টম লাথানকে সঙ্গে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করেন জিত রাভেল। 

দলীয় স্কোর যখন ২০, তখন আব্বাসের আঘাত। আর তাতে ৭ রান সাজঘরে ফিরেন জিত রাভেল। এরপর স্পিনার ইয়াসির শাহর জোড়া আঘাত। আর তাতে পথ হারায় সফরকারীরা। দলের এমন হতাশার সময় ব্যাট হাতে এসে হাল ধরেন ক্যাপ্টেন কেন উইলিয়ামসন। তুলে নেন নিজের টেস্ট ক্যারিয়ারের ১৯তম ফিফটি। পরে ৬৩ রানের সময় পেসার হাসান আলীর বলে সরফরাজের হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। তখন দলীয় স্কোর ১২৩। 

এরপর শুরু হয় আসা-যাওয়ার মিছিল। ১২৩-১৩৩ যেতে নিউজিল্যান্ডের নেই চার উইকেট। ১৩৩ থেকে ১৫৩-তে যেতে শেষ বাকি চার উইকেট। মজার বিষয় হলো এই দিন স্ট্যাম্পের পিছন থেকে চারটি ক্যাচ তুলে নেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমদ। আর তাতে টেস্ট ক্যারিয়ারে উইকেটের পিছনে ক্যাচ তুলেন ১২২টি। এখন ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামছে পাকিস্তান।

পাকিস্তানের হয়ে তিনটি উইকেট নেন ইয়াসির শাহ । ২টি করে উইকেট নেন আব্বাস, হাসান আলী এবং হারিস সোহেল। এছাড়া ১টি উইকে শিকার করেন বিলাল আসিফ।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ