ঢাকা শনিবার, ১১ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ভয়ঙ্কর জুটি ভাঙলেন মিরাজ


গো নিউজ২৪ | স্পোর্টস রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৫, ২০১৮, ১২:৫৯ পিএম
ভয়ঙ্কর জুটি ভাঙলেন মিরাজ

ঢাকা টেস্টের পঞ্চম দিনের খেলা চলছে।  জয় পেতে জিম্বাবুয়ের চাই ৫ উইকেটে  ২৫৪ রান। ২২ গজে লড়ছেন ছন্দে থাকা ব্রেন্ডন টেইলর ও চাকাভা। 

মিরাজের অ্যাটাক

এক বল আগেই এলবিডব্লিউয়ের আবেদন করেন মিরাজ। তবে সেই ডাকে সাড়া দেননি আম্পায়ার। দোলাচলে থাকা ক্যাপ্টেন রিয়াদও রিভিউয়ের আবেদন করেননি। তবে সে যাত্রা বেশি দূর পার হয়নি। একবল পরই সাফল্য পান মেহেদী মিরাজ। তার বল ঠেকাতে গিয়ে ফরোয়ার্ড শর্ট লেগ অঞ্চলে দাঁড়ানো  ইমরুল কায়েসের হাতে ধরা পড়েন মুর। সে সঙ্গে দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় উইকেটের মালিক হন মেহেদী মিরাজ।

সর্বশেষ আপডেট মোতাবেক ৭২.৫ ওভারে ১৯৭ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। জয় পেতে তাদের প্রয়োজন ৫ উইকেটে ২৫৪ রান।

লিটনের ব্যর্থতায় প্রাণে বাঁচলো টেইলর

৭০.৪ ওভারের সময় ৭৫ রানে জ্বলতে থাকা টেইলারের ক্যাচ মিস করেন লিটন দাস।  লং অন দিয়ে মুমিনুলকে পর পর দুই বাউন্ডারি হাঁকানোর পর চতুর্থ বলে স্লিপে ক্যাচ তুলে দেন টেইলর। কিন্তু সেটি তালুবন্দী করতে অক্ষম হন লিটন দাস। ভয়ঙ্কর হয়ে ওঠা মুর-টেইলরের জুটিটা ভাঙা বাংলাদেশের জন্য অত্যাবশকীয় হয়ে উঠেছিল। কিন্তু সেটি মোটেও করতে পারেননি লিটন।


তাইজুলের সিরিজের ১৭তম উইকেট

৪৭ তম ওভারের শেষ বলে সিকান্দার রাজাকে ক্যাচ তুলতে বাধ্য করেন তাইজুল ইসলাম। আগের দুইটি বল ডট খেলানোর পর ষষ্ঠ বলে ঠিকই তাইজুলের বল পিচ বরাবর জোরে হাঁকানোর চেষ্টা করেন ব্যাটিংয়ে সেট হওয়া সিকান্দার রাজা।  তবে তার স্কোর ১২ রানের বেশি যেতে পারেনি।

এদিকে জিম্বাবুয়ে দুই ম্যাচের চার ইনিংসে এখন পর্যন্ত ১৮ উইকেট সংগ্রহ করেছেন তাইজুল ইসলাম। অর্থাৎ আর মাত্র ২ উইকেট পেলেই দুই টেস্ট মিলিয়ে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হবে তাইজুল ইসলাম। এখন পর্যন্ত  দুই ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার মেহেদী মিরাজ। তার উইকেট সংখ্যা ১৯।  ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষিক্ত টেস্টে  সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে ১৯ উইকেট শিকার করেছিলেন তিনি। 


উইলিয়ামসকে ফেরালেন মুস্তাফিজ
 
ঢাকা টেস্টেরে প্রথম ইনিংসে ভালো বোলিং করেও উইকেটের দেখা পাননি মোস্তাফিজুর রহমান। বেশ কয়েকবার উইকেটের খুব কাছাকাছি গিয়েও চূড়ান্ত জয় হয়নি তার। তবে ঠিকই সিলেট টেস্টে সেরা খেলোয়াড় শন উইলিয়ামসকে ফিরিয়ে উইকেট খরা কাটান মোস্তাফিজ। মিরপুর টেস্টে এটাই তার প্রথম উইকেট। 
 
বাঁহাতি পেসারের অ্যাঙ্গেলে ভেতরে ঢোকা বলের লাইন মিস করে বোল্ড হয়ে যান উইলিয়ামস। সিরিজে এনিয়ে টানা তৃতীয়বার বোল্ড হলেন জিম্বাবুয়ের এই মিডল অর্ডার ব্যাটসম্যান। 
 

স্বস্তিতে শেষের আশায় বাংলাদেশ
 
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায়।    
 
জয় তুলে নেয়ার ব্যাপারে আশাবাদী মেহেদী হাসান মিরাজ। তবে উইকেট নিতে বোলারদের কঠোর পরিশ্রম করতে হবে বলে মনে করেন এই অফ স্পিনার। অন্য দিকে জিম্বাবুয়ের কোচ লালচাঁন রাজপুতের আশা সিরিজ জয় নিশ্চিত করতে ৮ উইকেট নিয়ে শেষ দিন কাটিয়ে দিতে পারবে তার শিষ্যরা।   
 
চতুর্থ দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:
 
বাংলাদেশ ১ম ইনিংস: ৫২২/৭ (ইনিংস ঘোষণা)
 
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৩০৪ 
 
বাংলাদেশ ২য় ইনিংস: ৫৪ ওভারে ২২৪/৬ (ইনিংস ঘোষণা)
 
জিম্বাবুয়ে ২য় ইনিংস: (লক্ষ্য ৪৪৩) ৭১.৪ ওভারে ১৯৫/৫ (টেইলর ৮৩*, চারি ৪৩,; মোস্তাফিজ ১০-২-১৯-১, তাইজুল ৩৩-৫-৭৮-২)

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ