ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ওরা ৩ জন ভারতীয় দলে ‘বড়’ ভাই: চাহাল


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৪, ২০১৮, ০৬:১১ পিএম
ওরা ৩ জন  ভারতীয় দলে ‘বড়’ ভাই: চাহাল

একজন অধিনায়কের আত্মবিশ্বাস অর্জন করা তরুণ খেলোয়াড়ের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হিসাবে বিবেচিত হয়। নিজের ক্যারিয়ারে ভারতের তিন অধিনায়কের সান্নিধ্য পেয়েছেন ভারতের তরুণ স্পিনার যুজবেন্দ্র চাহাল। খুব কাচ থেকেই দেখেছেন তিন অধিনায়ককে। দলের বিপর্যয়ে এই তরুনের উপর আস্থাও রেখেছিলেন তার দলনেতারা। তিন ক্যাপ্টেনের প্রশংসা করেন তিনি।

ভারতের সাবেক ক্যাপ্টেন ধোনি, বর্তমান অধিনায়ক বিরাট কোহলি এবং কোহলির অনুপস্থিতিতে নেতৃত্বদানকারী রোহিত শর্মার প্রশংসা করেন চাহাল। তার মতে এই তিনজন ভারতীয় দলে বড় ভাই।

হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘এই ভারতীয় দল একটি পরিবার। সিনিয়ররা নিশ্চিত করেছেন যে তরুণদের কোনও খেলোয়াড় ড্রেসিং রুমে আসলে যেন সে ইতস্তভোদ না করে। কারণ যে ড্রেসিং রুমে আসে সেই দলের সম্পদ। ড্রেসিং রুমে আপনি, যে কেউ হাঁটতে পারেন এবং একটি নির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে আপনি কি মনে করেন তাদের (সিনিয়রদে) বলতে পারেন। কোহলি ভাই, রোহিত ভাই বা এমএস ভাই হোক! তারা দলের তরুণদের বড় ভাই। প্রকৃতপক্ষে, দলে নতুন কেউ আসলে তো শিখর ধাওয়ান মনে করেন তারা বাসায় এসছেন। তখন তাদের নিয়ে বসেন। বিভিন্ন বিষয়ে কথা বলেন। এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি আত্মবিশ্বাসী না হন তবে আপনি বিষয়টি সহজে সরবরাহ করতে পারবেন না।’

চলতি সফরে অস্ট্রেলিয়ার বিপক্ষে রাখা হয়নি ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার প্রশংসা করেন চাহালে। তিনি বলেন, ‘আমাদের স্টাম্পের পিছন থেকে তিনি আমাদের পরিচালনা করেন। মাঠে তার বন্ধন, তার ভূমিকা যেন যন্ত্রগত। তিনি বড় ভাই, যার সাথে আমার ব্যক্তিগত জীবনের কথা বলতে পারি। তিনি যতক্ষণ স্ট্যাম্পের পিছনে আছেন ততক্ষণ আপনি সম্ভাব্য সর্বোত্তম সমাধান পাবেন। যখন আমরা একটু তামাশা বা একটি পিচ পা হই, তখন আপনি সবসময় তাকে পুরু বস্তু দেখবেন। তার এই স্মৃতিগুলো সারা জীবন আমাদের সাথে থাকবে।’-হিন্দুস্তান টাইমস

গোনিউজ২৪/এএস


 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ