ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ জিতবে? সৌম্যের সোজা-সাপ্টা জবাব


গো নিউজ২৪ | স্পোর্টস রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৪, ২০১৮, ০৫:৪১ পিএম আপডেট: নভেম্বর ১৪, ২০১৮, ০৫:৪৬ পিএম
বাংলাদেশ জিতবে? সৌম্যের সোজা-সাপ্টা জবাব

ঢাকা টেস্টের স্কোয়াডে নেই তিনি। তাই বলে বসে থাকতে হবে এমনটা নয়। সৌম্য এলেন মিরপুরের একাডেমি মাঠে, আপন মনে ঘাম ঝরালেন। আর সে ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথাও বললেন। জানান নিজের সম্পর্কে, দলের সম্পর্কে। 

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে না থাকলেও শেষ ম্যাচে সৌম্যকে উড়িয়ে নেয়া হয় চট্টগ্রামে। আর সে ম্যাচে বীরদর্পে লড়ে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। তাই আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সৌম্যের পথটা যে পরিষ্কার তা সুস্পষ্ট।

বুধবার (১৪ নভেম্বর) একাডেমি মাঠে অনুশীলনের ফাঁকে সৌম্যের কাছে সাংবাদিকেরা জানতে চান প্রস্তুতি এবং ওপেনিং সর্ম্পকে। সৌম্যের উত্তর, ‘ওপেনিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি তেমনটা বলা যাবে না। তবে ওপেনিং এবং তিন নম্বর পজিশন দুটাই সিমিলার। তাই যেখানে যেখানে সুযোগ পাবো ভালোটা দেয়ার চেষ্টা করবো।’

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে বাজিমাত করলেও টেস্ট সিরিজে বিসিবির পছন্দের তালিকায় ছিলেন না সৌম্য। তবে আশা করা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ঠিকই দেখা যাবে তাকে। বিষয়টি নিয়ে কি পরিকল্পনা সৌম্যের? ‘এই মুহুর্তে নিজের কাজটা করার চেষ্টা করছি।  ফিটনেস ও ব্যাটিং দুইটাই ঠিক রাখার অভিযান চলছে। সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সেখান যদি সুযোগ পাই তবে টার্গেট থাকবে ভালো কিছু উপহার দেয়ার। লাস্ট ম্যাচের মতো কিভাবে ভালো ফারফর্ম করা যায় সেটা নিয়েও ভাবতে হবে।’

লক্ষ্য করলে দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা বেশ লম্বা হওয়াতে বাউন্স এবং ডাবল গতি আদায় করে নিতে পারে। আর তা সবশেষ ইন্ডিয়া সিরিজেও করে দেখিয়েছেন। বিষয়টি নিয়ে কি আদৌ ভাবছেন সৌম্য? ‘ওয়েস্ট ইন্ডিজের বোলাররা খুবই কুইক বল করে। ওদের পেসটা ডাবল পেস হয়। তবে কিভাবে তাদের মোকাবেলা করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। কিন্তু ব্যাপারটা কঠিনই বলা চলে। যদিও আমরাও সিমিলার। তাদের কাছাকাছি তাই সমস্যা নাও হতে পারে। খেয়াল করলে দেখবেন আমরা জিম্বাবুয়ের বিপক্ষে ১৩০-১৩৫ গতি পেস করি। কিন্তু ওদের (ওয়েস্ট ইন্ডিজ) পেস হয় ১৪০-১৪৫ এর ওপরে। আর সেটা বাউন্স এবং কুইক হয়। মূলত ওদের হাইটের কারণেই এমনটা হয়ে থাকে।’ যোগ করেন জাতীয় দলের ওপেনার।

সর্বশেষ বাংলাদেশ দলের চলমান টেস্ট এবং প্রতিপক্ষকে ‘ফলোঅনে’ না পাঠানোর সিদ্ধান্ত নিয়েও কথা বলেন সৌম্য, ‘এখনো দেড় দিন বাকি। তবে আমাদের প্লেয়াররা যদি রাইট ওয়েতে বোলিং করতে পারে তবে আমরা বড় ব্যবধানে জিততে পারবো। কারণ এই মুহুর্তে আমাদের যথেষ্ট রান রয়েছে।’

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ