ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পিএসএলে দল হারালেন ‘ওরা চারজন’


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৩, ২০১৮, ০৮:২৪ পিএম আপডেট: নভেম্বর ১৩, ২০১৮, ১০:১৬ পিএম
পিএসএলে দল হারালেন ‘ওরা চারজন’

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চতুর্থ মৌসুমের প্লেয়ার্স ড্রাফটের আগে নিজেদের প্রাথমিক দল গুছিয়ে নিয়েছে অংশগ্রহণকারী দলগুলো। আগামী ২০ নভেম্বর তারিখে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। যেখানে নিজেদের চূড়ান্ত দল সাজাবে অংশগ্রহণকারী আটটি দল।

উল্লেখ্য, গত আসরে ছয়টি দল খেললেও এ আসরে আরো দুটি দল বাড়ানো হয়েছে। ফলে চতুর্থ আসরে লড়বে আটটি দল।

 ড্রাফটের আগে প্রাথমিক দল গুছিয়েছে ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষ। আর সেখানে নেই কোনো বাংলাদেশী। এমনকী নেই গত আসরে খেলা তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ  রিয়াদ এবং মোস্তাফিজুর রহমান।

গত মৌসুমে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছিলেন রিয়াদ। তাকে প্রথমিক দলে রাখেনি তার দল। আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান, ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কার্লোস ব্রাথওয়েটসহ মোট ১৭ খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটরস।

গত আসরে পেশোয়ার জালমিতে ছিলেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। দু’জনকেই ছেড়ে দিয়েছে পেশোয়ার। তাদের ধরে রাখা আট খেলোয়াড়ের মধ্যে জায়গা হয়নি সাকিব বা তামিমের। এছাড়াও এভিন লুইস-ডোয়াইন ব্রাভোর মতো খেলোয়াড়দেরও ছেড়ে দিয়েছে পেশোয়ার।

লাহোর কালান্দারের হয়ে খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। প্রাথমিক বাছাই পর্বে রাখেনি তাকেও।

বাংলাদেশের খেলোয়াড়দের ধরে না রাখার অবশ্য কারণও রয়েছে ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষের। কেননা আগামী বছরের যেসময়ে অর্থাৎ ফেব্রুয়ারি-মার্চে যখন চলবে পিএসএলের খেলা, তখন সাকিব, তামিমরা ব্যস্ত থাকবেন নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের হয়ে। সেসময় বাংলাদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে না বলেই মূলত তাদের কেউই দলে রাখেনি।

শুধু বাংলাদেশি ক্রিকেটাররাই নয়; নিজ দেশের খেলার কারণে পিএসএল খেলতে পারবেন না বিদেশি অনেক তারকা ক্রিকেটারও।

পিএসএলের চতুর্থ আসর শুরু হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে। এরপর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে করাচিতে আগামী ১৭ ফেব্রুয়ারি। ফাইনাল ছাড়াও পাকিস্তানে অনুষ্ঠিত হবে আরো ৭টি ম্যাচ।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ